বর্ষায় কাপড়ের যত্ন

‘গগনে গরজে মেঘ ঘন বরষা
কূলে একা বসে আছি নাহি ভরসা’
বিশ্বকবির ‘সোনার তরী’ কবিতা বর্ষার সৌন্দর্য প্রকাশের উন্মুক্ত মঞ্চ ছিল না বটে, তবু কেন যেন বর্ষা শব্দটা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এই লাইন দুটোই মনে এল। বর্ষা কেবল সৌন্দর্য দিয়েই ভরা নয়, এর কিছু ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ও আছে। বর্ষায় কাপড়ের নানা ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। শখের পোশাকে তিলা পড়ে নষ্ট হয়ে যাওয়া তেমনই একটি ঘটনা।
ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র, পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক বলেন, মূলত বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেই বর্ষায় কাপড়ে তিলা পড়তে দেখা যায়। আর্দ্রতার কারণে একদিকে কাপড় ভালোভাবে শুকায় না, অন্যদিকে কাপড় সংরক্ষণ করার স্থানও স্যাঁতসেঁতে হয়ে পড়ে। দুইয়ে মিলে তিলা পড়তে পারে কাপড়ে। তিলা পড়ার মানে হলো ছত্রাকের সংক্রমণ। ভেজা স্থানেই জন্মায় ছত্রাক। রোদের উত্তাপের অভাবেও কাপড় ঠিকমতো শুকিয়ে নেওয়া যায় না। এ কারণেও তিলা পড়ে। ক্ষেত্রবিশেষে ছোট ছোট কালো দাগ ছাড়াও কাপড়ের বেশ খানিকটা জায়গাজুড়ে সাদা আবরণের মতো পড়তে দেখা যায়।
কাপড় ধোয়ার পর
ধোয়ার পর খোলা জায়গায় কাপড় মেলার সুযোগ মেলে না বর্ষায়। আবার ঘর, বারান্দা বা খোলা জায়গা—যেখানেই কাপড় মেলে দিন না কেন, আবহাওয়ার প্রভাবে কাপড়ে হাত দিয়ে অনেক সময় বুঝতে পারা যায় না কাপড় শুকিয়েছে কি না। ভেজা ভাব রয়ে গেলেই থেকে যায় তিলা পড়ার ঝুঁকি। সঙ্গে থাকতে পারে সোঁদা ঘ্রাণও। তাই এমন অবস্থায় কাপড় উঠিয়ে রাখার আগে ভালোভাবে ইস্তিরি করে নিন অবশ্যই। এতে তিলা পড়ার আশঙ্কা কমে যায়। যেখানে উঠিয়ে রাখছেন, তা-ও যেন শুষ্ক ও পরিচ্ছন্ন হয়, সেদিকে খেয়াল রাখুন। বর্ষায় আলমারি বা সংলগ্ন দেয়ালেও স্যাঁতসেঁতে ভাব দেখা দেয়, যা উঠিয়ে রাখা কাপড়ে তিলা পড়ার ঝুঁকি বাড়ায়।
ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর পানি ঝরানোর ব্যবস্থা থাকে আজকাল। তবে পানি ঝরলেও ভেজা ভাব থেকে যায়। তাই মেশিন থেকে কাপড় বের করার পর শুকনা জায়গায় মেলে ভালোমতো শুকিয়ে নিতে হবে।
সংরক্ষণের নিয়মকানুন
বর্ষার এমন পরিবেশের কারণে নানা ধরনের পোকামাকড়ও ক্ষতি করতে পারে কাপড়ের। মাড় দেওয়া কাপড়েও একধরনের পোকা হতে পারে। আবার দীর্ঘদিন আবদ্ধ রাখা কাপড়ে গন্ধ হতে পারে। উঠিয়ে রাখা কাপড়ে তিলা পড়তে দেখা যায়। তাই কাপড় ভালো রাখতে যা করতে হবে:
● বর্ষার সময় যেদিন রোদ ওঠে, সেদিন আলমারি থেকে কাপড় বের করে রোদে দিন।
● বর্ষা মৌসুমে কোনো কোনো দিন আলমারির দরজা খুলে ফ্যান ছেড়ে দিন খানিকটা সময়ের জন্য। একটু আলো-বাতাস ঢুকবে বদ্ধ আলমারিতে।
● কোনো কাপড়ই দীর্ঘদিন ভাঁজ করে রাখা উচিত নয়। বরং মাঝেমধ্যে কাপড় বের করে একটু নেড়েচেড়ে নতুন করে ভাঁজ করে রাখা ভালো।
● আলমারিতে ন্যাপথলিন, কালিজিরা বা তেজপাতা রাখুন। পোকার প্রাদুর্ভাব কম হবে। এগুলো অনেক দিন পর্যন্ত কার্যকর থাকে, তবে পুরোনো হয়ে গেলে বদলে দিন।
● যে কাগজের ওপর কাপড় বিছিয়ে রাখা হয়, তা-ও পুরোনো হয়ে এলে বদলে দিন।

ঝুম বর্ষায় ভিজলে পরে
কাজে বেরিয়ে ঝুম বৃষ্টিতে পড়লেন হয়তো। গেল ভিজে পোশাকটা। কিছু করার জো নেই। তবে বাড়ি ফিরে সেই কাপড় ধুয়েই নিতে হবে, নইলে কাপড়টা ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম তন্তুর কাপড় ভিজলেও শুকিয়ে যায় সহজেই। তাই এ সময় এ ধরনের পোশাক বেছে নেওয়াই ভালো।
তিলা পড়লে কী করবেন?
কাপড়ে তিলা পড়লে সেটা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর শুকিয়ে নিন ভালোভাবে। যে কাপড় চাইলেই ধোয়া যাবে না, সেগুলো হালকা ব্রাশ (সফট কোট ব্রাশ) করে দেখুন তিলার দাগ ওঠে কি না। এরপর রোদে দিয়ে নিন। অবশ্য বেশ পুরোনো হলে ড্রাই ওয়াশ করতে হবে, অর্থাৎ পেশাগতভাবে দক্ষ কারও শরণাপন্ন হতে হবে, যাঁরা রাসায়নিকের সাহায্যে এই দাগ দূর করার চেষ্টা করতে পারেন। তবে কিছু তিলা হাজার চেষ্টায়ও দূর করা যায় না। সাধারণত দীর্ঘদিনের পুরোনো তিলার ক্ষেত্রে এ রকম হয়। তাই তিলা প্রতিরোধ করাই কাপড় ভালো রাখার সবচেয়ে ভালো উপায়।