যে রাজবাড়িতে ক্যাটরিনা আর ভিকির বিয়ে

প্রেম নাকি ছাইচাপা আগুনের মতো। বাইরে থেকে দেখা না গেলেও এর উত্তাপ ঠিকই টের পাওয়া যায়। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বেলায় এ কথা শতভাগ খাটে। তাঁরা প্রেমটাকে না দেখানোর, গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাতে ফল হয়েছে উল্টো! এখন সারা ভারত তাকিয়ে আছে তাঁদের বিয়ের দিকে। বাতাসে ভেসে আসা খবর যদি ঠিক হয়, তবে আসছে ডিসেম্বরে বাজতে চলেছে এই জুটির বিয়ের বাদ্য। আর এটিই হতে চলেছে বছরের সবচেয়ে বড় ‘হাই প্রোফাইল সেলিব্রিটি ম্যারেজ’। টাইমস অব ইন্ডিয়ার পাকা খবর, ৭ জানুয়ারি রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক রাজবাড়িতে বাজবে তাঁদের বিয়ের বাদ্য। আর সেই রাজবাড়ির নাম, সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। এটি এখন বেশ নামীদামি একটা রিসোর্ট। হঠাৎ করেই ভোগ, ইন্ডিয়া থেকে শুরু করে ভারতের প্রায় সব গণমাধ্যম রিসোর্টটি নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন। জেনে নেওয়া যাক রিসোর্টটি সম্পর্কে, দেখে নিন ছবিগুলো। সমস্ত ছবি সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
১ / ১৩
রাজস্থানের বিখ্যাত রনথাম্ভোর জাতীয় উদ্যান থেকে এই দুর্গের দূরত্ব মাত্র ৩০ মিনিটের। দুর্গ না বলে এটিকে পুরোনো রাজবাড়ি বলা ভালো। যে রাজবাড়ি এখন বিলাসবহুল রিসোর্ট। এই অভিজাত পুরোনো ঐতিহ্যবাহী স্থানকেই এই জুটি বেছে নিয়েছেন নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় আর বিশেষ দিনের জন্য
২ / ১৩
খবর নিয়ে জানা গেছে, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে কোনো বুকিং নেই। যদিও ক্যাটরিনা, ভিকি বা রিসোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, তাঁদের বিয়ের জন্যই এই সময় কোনো বুকিং নিচ্ছে না রিসোর্ট কর্তৃপক্ষ
৩ / ১৩
অন্যদিকে ক্যাটের মা সুজেন আর বোন ইসাবেলা—দুজন প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছেন বিয়ের শপিংরত অবস্থায়। এদিকে ক্যাট আর ভিকির চার হাত একের আয়োজনে প্রস্তুত হচ্ছে রিসোর্টটিও
৪ / ১৩
বর্তমানে এই রাজার বাড়িটি একটি বিলাসবহুল অভিজাত রিসোর্ট। এখানে রয়েছে ৪৮টি নতুন ডিজাইনের বেডরুম। তার ভেতর পাঁচটি রুমকে ফেলা হয়েছে বিশেষ ক্যাটাগরিতে। এই ঘরগুলো ভাড়া সবচেয়ে বেশি। এগুলো দেখতে প্রাচীন রাজবাড়ির ঘরের মতো। আয়তনে ৭৫৩ বর্গফুট (৭০ বর্গমিটার) থেকে ৩ হাজার ১৪ বর্গফুট (২৮০ বর্গমিটার)
৫ / ১৩
দুর্গ-রিসর্টে রয়েছে দুটি সুইমিংপুল, কনভেনশন সেন্টার, বুটিক আর চিলড্রেনস ক্লাব। রিসোর্টের অতিথিদের রনথাম্ভোর জাতীয় উদ্যানে ঘুরিয়ে আনার ব্যবস্থাও আছে
৬ / ১৩
আজ থেকে ৭০০ বছর আগে ১৫০০ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়েছিল সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা। রাজস্থানের রাজপুত চৌহানরা কেল্লাটি স্থাপন করেছিলেন। পরে ১৭৩৪ সালে দুর্গ দখল করে রাজপুত রাজাওয়াতরা
৭ / ১৩
প্রতিটি ঘর সাবেকি রাজস্থানি সাজে সজ্জিত। ঘরের সাজে প্রাচীনত্বের ছোঁয়া থাকলেও সব ব্যবস্থা অত্যাধুনিক। এই রিসোর্ট করা হয়েছে স্থানীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে সঙ্গী করে। স্যুটের প্রায় সবকিছুই সেখানকার হস্তশিল্পীদের হাতে তৈরি
৮ / ১৩
১১ ডিসেম্বরের পরে আপনি যদি এই রিসোর্ট ঘুরতে চান, তাহলে এই সবের পাশাপাশি সম্ভবত ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের নানান গল্পও যোগ হবে পরিষেবায়। এর আগেও এই রিসোর্টে বিয়ে হয়েছে। আর ক্যাট ও ভিকির বিয়ের পর এখানে বিয়ের ধুম পড়ে যাবে
৯ / ১৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে জয়পুর রাজার সঙ্গে একত্রে যুদ্ধে সাহায্য করেছিলেন বারওয়ারা পরিবারের রাজা মান সিং। তাঁর বিশ্বস্ততায় খুশি হয়ে রাজা মান সিংকে রাও বাহাদুর উপাধি দেয় ব্রিটিশরা। দুর্গের পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাসের নানা কাহিনি
১০ / ১৩
অতিথিরা স্থানীয় গ্রামেও ঘুরে বেড়ান। তবে এই রিসোর্ট যথেষ্ট খরচসাপেক্ষ। এর দিনপ্রতি সবচেয়ে কম ভাড়া ৭৫ হাজার টাকার (৬৫ হাজার রুপি) কিছু বেশি
১১ / ১৩
এই রিসোর্টে কোলাহল নেই বললেই চলে
১২ / ১৩
ঘরগুলো দুর্গ-রিসোর্টের পূর্ব দিকে মুখ করা। সেখান থেকে সমস্ত অঞ্চলের চমৎকার প্রাকৃতিক ভিউ পাওয়া যায়। আর পশ্চিম দিকে থেকে তাকালে স্পষ্ট দেখা যায় বারওয়ারা গ্রামটি। গানবাজনা তো আছেই
১৩ / ১৩
পুরোনো লুকের অত্যাধুনিক এই রিসোর্টে রয়েছে তিনটি রেস্তোরাঁ। সেখানে স্থানীয়, ঐতিহ্যবাহী আর উপমহাদেশীয়—উভয় ধরনের খাবারই মেলে। রয়েছে বার আর লাউঞ্জ। আরও আছে প্রায় ৩০ হাজার বর্গফুটের সিক্স সেন্সেস স্পা আর ফিটনেস সেন্টার। রাজবাড়ির জেনানা মহলকে ভেঙে এটা বানানো হয়েছে। এখানে আয়ুর্বেদসহ অন্যান্য পরিষেবাও মেলে