ঢাকায় ভাইরাল ভ্লগার লুক ডামান্ট কেন মৃত্যুর নাটক সাজালেন
অস্ট্রেলীয় ভ্লগার লুক ডামান্টের একটি পোস্ট আজ ৬ জানুয়ারি সকাল থেকে ভাইরাল। মূলত এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ট্রাভেল আর ফুড ভ্লগ বানান লুক। কদিন ধরে গুজব রটেছে, সেই লুক নাকি মারা গেছেন। অবশ্য কেউ নিশ্চিত করে লুকের বিষয়ে বলতেও পারছিলেন না। এদিকে লুকও ছিলেন লাপাত্তা। অবশেষে আজকের ইনস্টাগ্রাম পোস্টটিতে লুক মজা করে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন, ভালো আছেন।
এই সেই লুক ডামান্ট, যিনি ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ঘোরাঘুরি করার সময় ফেসবুকে তাঁর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে এক বৃদ্ধকে বারবার নিষেধ করার পরও লুকের কাছ থেকে টাকা চাচ্ছিলেন। লুক তাঁর ভিডিওতে ওই ব্যক্তিকে দেখিয়ে বলেছিলেন, ‘অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ’ (বাংলাদেশে এই লোককে এড়িয়ে চলুন)। ওই পোস্টের নিচে অনেক বাংলাদেশি দুঃখ প্রকাশ করেছিলেন, লোকটির কর্মকাণ্ডের জন্য চেয়েছিলেন ক্ষমা। তেজগাঁও থানার পুলিশ সে সময় লুককে বিরক্ত করা সেই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছিল।
কদিন ধরেই বিভিন্ন ট্রাভেল ভ্লগারদের ফেসবুক পেজে গুজব রটেছিল, ২৪ বছর বয়সী লুক ডামান্টকে পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার পর পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে সর্বশেষ দেখা গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি মারা গেছেন। আজ ৬ জানুয়ারি এক ইনস্টাগ্রাম পোস্টে লুক মজার একটি পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন যে তিনি বেঁচে আছেন। লুকের ভিডিও যাঁরা দেখেন, তাঁরা জানেন, লুকের সবচেয়ে পছন্দের খাবার পনির-পরোটা।
লুকের যে পোস্টটি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের দুঃসাহসী, অনুপ্রেরণাদায়ী, ভালোবাসার লুক ডামান্ট তাঁর অতিপছন্দের শেষ পরোটাটা খেয়ে ফেলেছেন। লুক ১ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক পনির-পরোটা খাওয়ার গিনেস রেকর্ড গড়ার প্রয়াস নিয়েছিলেন। শুরুটা ছিল দুর্দান্ত। ৩০ মিনিটে ১৪টি পরোটা খেয়ে ফেলেছিলেন লুক। ১৫তম পরোটা খেতে গিয়েই বিপত্তিটা বাধে। লুক সেটি না চিবিয়ে জোর করে গিলে ফেলেন। আর এর পরবর্তী ৩০ সেকেন্ডে তিনি নিজেই পনির-পরোটায় পরিণত হন। কর্তৃপক্ষ এখনো বুঝে ওঠার চেষ্টা করছে, কীভাবে একটা মানুষ পনির-পরোটায় রূপান্তরিত হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রাচীন সেই প্রবাদটি আসলে সত্য। তুমি যা খাও, তুমি তা-ই।’
এই পোস্টের সঙ্গে লুক একটি ছবি জুড়ে দেন। যেখানে তাঁকে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পাঞ্জাবি, কোটি আর টুপিতে দেখা যাচ্ছে। ছবির ওপর লেখা, ‘লুক ডামান্টের প্রিয় স্মৃতির উদ্দেশে (মে ২০০০—জানুয়ারি ২০৬৯)’। এই পোস্টে লুক আরও জানান, আগামী শুক্রবার আফগানিস্তানে ধারণ করা তাঁর নতুন ভিডিও আসছে।
আদতে লুকের মৃত্যুর বানোয়াট খবর লুক নিজেই ছড়িয়েছিলেন। কারণ জানিয়ে লুক লিখেছেন, ‘অসংখ্য ফোন, বার্তা পেয়েছি। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। গভীর শোক জানিয়েছেন। অনুভব করেছি, মৃত্যুর পর বিষয়টা কেমন হয়। আদতে সত্যিকারের মৃত্যুর পর তো আর জানতে পারব না (হাসির ইমো)।’
লুক আরও লেখেন, ‘এত এত ফোন, বার্তা, মানুষের ভেতর হুলুস্থুল পড়ে যাওয়ায় আমার মনে হয়েছে, আমি গুরুত্বপূর্ণ। আমার বেঁচে থাকা, ভ্লগ বানানো মানুষের মনোযোগ পাচ্ছে। আমার একটা প্রভাব আছে।’
সূত্র: ইমেজেস ডটডাউন ডটকম