কে এই অনুব জৈন?

আগামী ১ জুন ঢাকায় গাইবেন ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন। তারপর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। কে এই সংগীতশিল্পী? আর কেনই বা এত আলোচনা?

আগামী ১ জুন ঢাকায় গাইবেন ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন। বিষয়টি নিশ্চিত করে অ্যাভেন্টোর কমিউনিকেশন ও ট্রিপল টাইম কমিউনিকেশন কোম্পানির যুক্ত ফেসবুক পোস্ট। তারপর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। কে এই সংগীতশিল্পী? আর কেনই বা এত আলোচনা?

গুরুগম্ভীর আওয়াজ এবং গানের অতি সাধারণ ও বাস্তববাদী কথা দিয়ে খুব দ্রুতই সাড়া ফেলেন অনুব
ছবি: অনুব জৈনের ইনস্টাগ্রাম থেকে

পরিচয়ের শুরুতেই তাঁকে তরুণ প্রজন্মের উঠতি শিল্পী বলাটাই সুবিধাজনক। খানিকটা নতুন ধারার গান দিয়েই যাত্রা শুরু করেন ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই গায়ক। ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।

এভাবে একে একে গেয়েছেন ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’–এর মতো ভাইরাল সব গান। তবে, এক বছর আগে প্রকাশ পাওয়া ‘গুল’ গানটি বেশি প্রশংসা পেয়েছিল। ইউটিউবে গানটি এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ শুনেছে। সংগীত তৈরিতে গিটার আর উকুলেলে ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনুব।

গুরুগম্ভীর আওয়াজ এবং গানের অতি সাধারণ ও বাস্তববাদী কথা দিয়ে খুব দ্রুতই সাড়া ফেলেন অনুব। ভালোবাসা আর হৃদয় ভাঙাকে কেন্দ্র করেই বেশির ভাগ গানের কথা লেখেন তিনি। নিজের হৃদয়ের অনুভূতিই যেন গানে ঢেলে দেন তিনি।

এ বছর ফোর্বস ইন্ডিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় এসেছিল অনুবের নাম। তখন ফোর্বসকে তিনি বলেন, ‘আমি এখন যা–ই করছি, তাকে ১০০ দিয়ে গুণ করলে যা হবে, আমি ভবিষ্যতের জন্য সেই পরিমাণে কাজ করছি।’

২৮ বছর বয়সী অনুবের বর্তমানে ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার
ছবি: অনুব জৈনের ইনস্টাগ্রাম থেকে

২৮ বছর বয়সী অনুবের বর্তমানে ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার। কিছুদিন পরই হয়তো তা ১০ লাখ ছাড়িয়ে যাবে।