আমাদের নায়ক তুমি

যে দলের সমর্থকই হন না কেন, লিওনেল মেসির খেলা ফুটবল-ভক্তমাত্রকেই মুগ্ধ করে। কিংবদন্তিতুল্য এই ফুটবলারের বিশ্বকাপ শেষ হচ্ছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শিরোপা শেষ পর্যন্ত যাঁর হাতেই উঠুক, জাদুকরি কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাঁকে টুপিখোলা অভিবাদন জানানোই যায়। তাই মেসির কাছে খোলাচিঠি আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া করীমের লেখা

লিওনেল মেসি
অলংকরণ: আরাফাত করিম

আমার লিও,

ফুটবল বিশ্বের জাদুকর তুমি। তোমার বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বকে বাধ্য করেছ তোমাকে ভালোবাসতে। যে বয়সে ফুটবল বুঝতে শিখেছি, সে বয়স থেকে তোমাকে ভালোবেসেছি। তোমার জন্যই ভালোবেসেছি নিজ দেশ থেকে হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনাকে।

আরও পড়ুন

আজ তুমি বিশ্বজয়ের থেকে মাত্র এক ধাপ দূরে। মনে পড়ে ২০১৮ সালের ৩০ জুনের কথা। আমার মতো লাখো-কোটি ভক্তের হৃদয় ভেঙেছিল সেদিন। আমরা বিদায় নিয়েছিলাম বিশ্বকাপের শেষ ১৬ থেকে। কেঁদেছিলাম লুকিয়ে। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেছি দীর্ঘ চার বছর।

১০ নম্বর জার্সি গায়ে তুমি ফুটবল বিশ্বে রাজত্ব করো। তুমি কি জানো, তোমার ভক্তরাও তোমার মতো বিতর্কে জড়ায় না? কারণ, তুমি যে এ সময়ের সেরা খেলোয়াড়, সেটা তো তর্কাতীত। মধ্যমাঠ থেকে শত বাধা কাটিয়ে যখন বল নিয়ে ছুটে যাও, যে যেই দলের সমর্থকই হোক, হৃৎস্পন্দন বেড়ে যায় সবার।

অনেক আশায় আছি, লিও। এবার আর হতাশায়, কষ্টে কাঁদতে হবে না তো? এবার আমরা কাঁদতে চাই আনন্দে। তুমিই পারো গল্পের নায়ক হয়ে উঠতে।

ফুটবল রাজ্যের রাজপুত্র তাঁর মুকুট না পরেই বিদায় নেবে? কী করে হয় বলো? আর্জেন্টিনার জার্সিতে আঁকা হোক ৩ নম্বর তারকা। বিশ্বকাপ হাতে তোমার উচ্ছ্বসিত সেই মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় রইলাম।

ফৌজিয়া করীম
ছবি: সংগৃহীত