সুলতানি আমলের মুদ্রাসহ হারিয়ে যাওয়া দেশ ও জনপদের মুদ্রাও আছে এই প্রদর্শনীতে

রাজধানীর শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে বিশেষ মুদ্রা প্রদর্শনী। ‘ঢাকা নিউমিস শো ২০২৫’ নামের প্রদর্শনীটির আয়োজক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ‘ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি’ (ওডিসিএস)। দেশের নানা প্রান্তের মুদ্রাসংগ্রাহক ও গবেষকেরা দুষ্প্রাপ্য ধাতব ও কাগজি মুদ্রার পাশাপাশি মুদ্রাব্যবস্থার উদ্ভব ও ক্রমবিকাশের বিভিন্ন নিদর্শন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শতাধিক সুসজ্জিত ফ্রেমে উপস্থাপন করা হয়েছে মুদ্রাব্যবস্থা প্রচলনের আগে ব্যবহৃত কড়ি, প্রাচীন মুদ্রা, সুলতানি ও মোগল আমলের মুদ্রা, ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলের মুদ্রাসহ বাংলাদেশের মুদ্রাও। এ ছাড়া বিশ্বমানচিত্র থেকে হারিয়ে যাওয়া দেশ বা জনপদের মুদ্রাসহ টোকেন, চেক, প্রাইজবন্ড, সঞ্চয়পত্র, এমনকি ক্রেডিট কার্ডও দেখা মিলল প্রদর্শনী গ্যালারিতে। তিন দিনের আয়োজনটি চলবে রোববার ২০ এপ্রিল পর্যন্ত।

১ / ১০
বিভিন্ন সময়ের মুদ্রা দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১০
ধাতব ও কাগজি মুদ্রাসহ টোকেন, চেক, প্রাইজবন্ড, সঞ্চয়পত্র, এমনকি ক্রেডিট কার্ডের দেখা মিলবে প্রদর্শনী গ্যালারিতে
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১০
দর্শনার্থীকে নিজের সংগ্রহ সম্পর্কে বলছেন একজন সংগ্রাহক
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
মুদ্রা ছাড়াও শখের নানা সংগ্রহ নিয়ে এসেছেন সংগ্রাহকেরা
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
দুই টাকা নোটের প্রিফিক্স
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১০
সুলতানি আমলের মুদ্রা
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১০
নোটের নানা ত্রুটি খুঁজে বের করাই রবিউল ইসলাম নামের এক সংগ্রাহকের শখ
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
বিভিন্ন দেশের ধাতব মুদ্রা
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
বিভিন্ন দেশের ৫০ টাকার নোট
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
বিক্রির জন্য রাখা ডাকটিকিট
ছবি: সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন