পুরোনো গান কেন এত ভালো লাগে?

পুরোনো গান যতটা আপন লাগে, নতুন গান ততটা লাগে না। কেন?
ছবি: পেক্সেলস ডটকম

আব্বুকে যখন নতুন গান বাদ দিয়ে পুরোনো গান শুনতে দেখতাম, অবাক লাগত। মনে হতো, আব্বু ‘আউট অব ট্রেন্ড’! অথচ বড় হয়ে যাওয়ার পর আমি নিজেও আবিষ্কার করলাম যে আমারও এখন পুরোনো গান যতটা আপন লাগে, নতুন গান ততটা লাগে না। তবে এটা শুধু আমার বেলাতেই না, বরং বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই হয়। কাজেই ছোটবেলার প্রিয় কোনো গান শুনে এখনো যদি থমকে দাঁড়িয়ে যান, গুনগুন করে গেয়ে ওঠেন মনের অজান্তে, তবে অবাক হওয়ার কিছু নেই। আমাদের এই পুরোনো প্রীতির পেছনের কারণটা আসলে কী? বিশেষজ্ঞরা খুঁজে বের করেছেন এর পেছনের দারুণ কিছু কারণ।

পুরোনো গান অতীত ঘুরে আসার দরজা: পুরোনো গান আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে জটিলতা বাড়তে থাকে। ফলে অতীত আমাদের কাছে মনে হয় ‘মধুর’। মনে হয় কম ঝামেলার। পুরোনো দিনের গান আমাদের সেই নির্ঝঞ্ঝাট দিনগুলো থেকে ঘুরিয়ে আনে। আর এ কারণেই গানগুলো আমাদের এত ভালো লাগে।

তারুণ্য ধরে রাখে পুরোনো গান: অবাক লাগলেও কথাটা সত্য। মনে করে দেখুন তো, ‘আমরা সবাই রাজা’ গানটা শুনলেই কি আপনি ছোটবেলায় ফেরত যান না? ঠিক তেমনিই পুরোনো গান আমাদের কখনো শৈশবে, কখনো কৈশোরে, কখনো তারুণ্যের দিনগুলোতে নিয়ে যায়। ফলে আমাদের নিজেদের একটু ‘কম বুড়ো’ মনে হয়।
পুরোনো গান সময়কে অতিক্রম করতে পারে: আপনি কি পুরোনো দিনের সব গানই শোনেন? না। বরং বেছে বেছে কিছু গানই শোনেন। আর ভালো গানের কথা, সুর আর ছন্দ সব সময়ই সময়কে অতিক্রম করে যায়। ফলে বহুদিন পরও গানগুলোর আবেদন ফুরায় না।

এখনকার গান অত টানে না: আজকাল গানের মান যে মোটাদাগে আগের দিনের চেয়ে কমে গেছে, এটা নিয়ে লুকোছাপা করে লাভ নেই। আজ থেকে ২০ বছর আগের গানের সঙ্গে এখনকার গানের তুলনা করলেই বোঝা যাবে, কেন আমরা এখনো ওই পুরোনো গানগুলো শুনি।  

নতুনত্বের অভাব: এখনকার গানে সবকিছুই আছে। কথা আছে, সুর আছে, আগের চেয়ে বেশি প্রযুক্তিও আছে। পার্টিতে নাচানাচি করার জন্য আধুনিক সব ডিজে, ‘র‌্যাপ সং’য়ের কোনো তুলনা নেই। তবে নতুন গানে কমতি আছে নতুনত্বের! বেশির ভাগ গানই লেখা হচ্ছে একই থিমের ওপর ভর করে। সামাজিক যোগাযোগমাধ্যম এ ক্ষেত্রে একটা সমস্যাই বটে। অন্যদের কাছে থেকে প্রত্যাখ্যান বা খারাপ মন্তব্যের ভয়ে বহু শিল্পীই আর নতুন কিছু করার সাহস পাচ্ছেন না। ফলে গানগুলো হয়ে উঠছে একঘেয়ে।

সহজে পাওয়া যায়: সহজলভ্যতাও একটা কারণই বটে। নতুন গান খুঁজে, কিনে বা স্পটিফাইতে সাবস্ক্রাইব করার চেয়ে একটা ক্লিক করেই পুরোনো গান শুনে ফেলা যায়। টাকা খরচেরও কোনো বালাই নেই। ফলাফল? নতুনের বদলে পুরোনোকেই মানুষ আপন করে নেয় বেশি।

সংগীতের প্রতি মানুষের ভালো লাগা চিরন্তন। আর সেটা যদি হয় পুরোনো সংগীত, তবে তো কথাই নেই। ছুটির দিনে প্রিয় পুরোনো গান ছেড়ে চোখ বন্ধ করে আরামকেদারায় দোল খেতে কার না ভালো লাগে! নতুন গান আমাদের উত্তেজনা বা আনন্দ দিতে পারে বটে, তবে টাইম মেশিনে করে সুন্দর অতীতে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য কেবল ওই পুরোনো গানগুলোরই আছে।


তথ্যসূত্র: দ্য মিডিয়াম