তিন ইউনিটেই সেরা দশে সুবর্ণা

সুবর্ণা জামান
ছবি: সংগৃহীত

ভাইয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলেন সুবর্ণা জামান। ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে পড়েন তাঁর ভাই। সুবর্ণারও তাই লক্ষ্য ছিল ব্যবসায় শিক্ষা অনুষদ। সেভাবেই নিজেকে তৈরি করেছেন হলিক্রসের এই প্রাক্তণী।
গত ২৮ মার্চ ফল প্রকাশের পর দেখা গেল, কেবল ব্যবসায় শিক্ষা নয়; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান—সব কটি ইউনিটে টিকেছেন তিনি। বিজ্ঞান ইউনিটে তাঁর অবস্থান তৃতীয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষাতেও দশম স্থান অধিকার করেছেন। সুবর্ণা বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। সব ইউনিটেই পরীক্ষা ভালো হয়েছিল। আত্মবিশ্বাস ছিল যে ভালো অবস্থান নিয়েই সুযোগ পাব। যতটা আশা করেছি, তার চেয়েও ভালো ফল এসেছে।’

সুবর্ণা পড়েছেন বাণিজ্য বিভাগে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম সারিতে স্থান পেয়েছেন। সুবর্ণা বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। এক ইউনিটের পড়ালেখা দিয়ে বাকি দুটির বাংলা-ইংরেজি অংশটা হয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের বাইরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সাধারণ জ্ঞান অংশে। ভর্তি পরীক্ষার শুরু থেকে অল্প অল্প করে সাধারণ জ্ঞান পড়েছি। আর বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনীতি উত্তর করেছিলাম। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আগে হাতে এক সপ্তাহ সময় ছিল। বাংলা, ইংরেজিতে ভালো প্রস্তুতি থাকায় এ সময়টাতে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনীতি পড়েছি। পরিকল্পিতভাবে পড়াশোনা করাটাই আসলে কাজে লেগেছে।’
পড়াশোনার বাইরে সুবর্ণার আলাদা একটা জগৎ আছে। সুবর্ণা বিতর্ক করেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। জানালেন, পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস পড়তে ভালো লাগে। নিয়মিত বই ও পত্রিকা পড়ার অভ্যাস আছে। এই অভ্যাস ভর্তি পরীক্ষায়ও কাজে লেগেছে।
ব্যবসায় শিক্ষা অনুষদে পড়বেন, সে তো আগেই ঠিক ছিল। সুবর্ণা যোগ করলেন, ‘যদিও আইন বিভাগে চাইলে ভর্তি হতে পারব। তবে এখন পর্যন্ত আমার বাণিজ্য নিয়েই পড়ার ইচ্ছা। ফিন্যান্স বা হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হব।’