প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিএসই নিয়ে গোলটেবিল

১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ‘সিএসই এডুকেশন ফর ডেভেলপিং স্কিলস: কনটেক্সট অব ফোরআইআর ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা
ছবি: সংগৃহীত

গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ‘সিএসই এডুকেশন ফর ডেভেলপিং স্কিলস: কনটেক্সট অব ফোরআইআর ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যারিয়ার স্কুল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ অনুষ্ঠানের আয়োজক।

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আক্তার হোসেন। সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুনিরুজ্জামান।

শিক্ষাবিদ ও তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীরা গোলটেবিল আলোচনায় অংশ নেন। চতুর্থ শিল্পবিপ্লবের (ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন বা সংক্ষেপে ফোরআইআর) চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির ব্যবহারিক পাঠদানের ওপর কীভাবে জোর দেওয়া যায়, তা-ই উঠে আসে আলোচনায়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিন সভায় স্বাগত বক্তব্য দেন। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আলোচনাটি আরও বেগবান করেছে বলে মনে করেন আয়োজকেরা।