পরিচয়ের প্রায় সাত বছর পর গৌরীর সঙ্গে প্রথম দেখা। মাঝে দু–একবার দেখা হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি। তবে বিশ্বাস ছিল, একদিন দেখা হবে। অবশেষে, সেই দিনটা এল। যদিও প্রথম দেখা, তারপরও দুজন দুজনকে খুব সহজেই চিনে
বছর সাতেক আগে তার সঙ্গে প্রথম কথা। সেই কথার পর গড়ে ওঠা বন্ধুত্ব আজও অটুট। আমাদের মধ্যে ৪০০ মাইলের দূরত্ব। তাই আগে কখনো দেখা হয়নি, পাশাপাশি হাঁটা হয়নি। চোখে না দেখেও কাউকে বিশ্বাস করা যায়, সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়, আগে ভাবিনি। বন্ধুত্ব একটা ভিন্ন জিনিস, সারা জীবন কাছে থেকেও কারও সঙ্গে বন্ধুত্ব হয় না, আবার কয়েক শ মাইল দূরে থেকেও কারও ঘনিষ্ঠ হয়ে ওঠা যায়।
সারা দিন একসঙ্গে দুজনের আড্ডায় কখনো মনে হয়নি এই প্রথম দেখা।
ধন্যবাদ গৌরী, অনেক ভালো থাকো। দেখা হবে আবারও কোনো নির্জন বিকেলে কিংবা কাকডাকা দুপুরে।
ইতি তোর কাকতাড়ুয়া বন্ধু
লেখা পাঠানোর ঠিকানা অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’