৬৮ বছরেও রেখা যেভাবে নিজের তারুণ্য ধরে রেখেছেন

১০ অক্টোবর রেখা ৬৯ বছরে পা রাখলেন
ছবি: সংগৃহীত

নিয়ম করে খাওয়া, ব্যায়াম আর ঘুমানোর বাইরেও নিজেকে ফিট রাখার জন্য আরও কত কীই-না করে যাচ্ছেন বলিউড তারকারা। তবে এ বিষয়ে সবাইকে টেক্কা দিয়েছেন ৬৮ বছর বয়সী রেখা। যে আমলে এত কিছু ছিল না, সে আমল থেকেই দিনের পর দিন নিজেকে রেখেছেন সজীব। একটা জায়গায় এসে তাঁর বয়স যেন থমকে গেছে। এ বছর ১০ অক্টোবর তিনি ৬৯ বছরে পা রাখলেন।

নিয়ম মাফিক জীবন যাপনের মধ্য দিয়ে রেখা এখনো তার তারুণ্য ধরে রেখেছেন
ছবি: সংগৃহীত

পানি পান

দিনে ১০ থেকে ১২ গ্লাস পানি পান করেন রেখা।

খুব সাধারণ খাবার

ঘরে বানানো খাবারের ওপর নির্ভর করেন রেখা। বাইরের খাবার এড়িয়ে চলেন। প্রতিদিনের খাবারে ন্যূনতম তেল ও মসলায় রান্না করা সবজি, দুটি রুটি এবং এক বাটি দইয়ের পাশাপাশি থাকে সালাদ, ডাল আর পরিমিত ভাত। রাতের খাবার সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেন। রাতের ঘুম আর খাবারের মধ্যে দু-তিন ঘণ্টা ফারাক রাখেন। তিনি মূলত নিরামিষাশী। সঠিক সময়ে খাওয়া এবং সঠিক খাবার খাওয়ায় বিশ্বাস করেন।

জাঙ্ক খাবার এড়িয়ে চলেন রেখা
ছবি: সংগৃহীত

ভাজাপোড়ায় অরুচি

নিজেকে ফিট রাখতে তেলে ভাজা খাবার একদমই খান না রেখা। পাশাপাশি খান না বাইরের জাঙ্ক খাবার; বরং খাদ্যতালিকায় রাখেন বেদানা ও আখরোট।

ব্যায়ামে ফিট

প্রতিদিন ব্যায়াম করেন রেখা। ১০ থেকে ১৫ মিনিটের ব্যায়ামে ইয়োগাই প্রাধান্য পায় বেশি। নিজেকে কর্মঠ রাখতে এর বাইরে বাড়ির কাজ, বাগান করা এবং নাচ করেন নিয়মিত।

রেখার চুল এখনো যে কারও জন্য ঈর্ষণীয়
ছবি: সংগৃহীত

ত্বক পরিষ্কার

রেখা সব সময় পরিচ্ছন্নতা, টোনিং ও ময়েশ্চারাইজিং—এই রুটিন অনুসরণ করে। যত রাতই হোক, মেকআপ না তুলে ঘুমাতে যান না। নমনীয় ত্বকের জন্য নিয়মিত সৌন্দর্যপদ্ধতির পাশাপাশি অ্যারোমাথেরাপি ব্যবহার করেন। তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে ত্বকে প্রয়োজনীয় তেল প্রয়োগ করেন।

চুলের জন্য

রেখার চুল এখনো যে কারও জন্য ঈর্ষণীয়। দই, মধু ও ডিমের সাদা অংশ দিয়ে বিশেষ একটি প্যাক বানান। চুলের ড্রায়ার, কার্লার, স্ট্রেইটনার ব্যবহার করা থেকে বিরত রাখেন।