প্লাস্টিকের বোতল থেকে ফ্যাশন অনুষঙ্গ

ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার রিনা সিং–এর পোশাকে অভিনেত্রী তেজস্বী প্রকাশ
ছবি: এফডিসিআই–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

জমে উঠেছে ‘ল্যাকমে ফ্যাশন উইক’। আগামীকাল রোববার ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিন। বৃহস্পতিবার ছিল এই আসরের ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। ফেলে দেওয়া প্লাস্টিক, পুরোনো কাপড় রিসাইকেল করে নতুন রূপ দেওয়া হয়েছে এদিন। দেখানো হয়েছে পরিবেশবান্ধব পোশাকের নানান দিশা।

‘গ্রিন সূত্রা’ নামের একটি সংস্থা প্লাস্টিকের বোতল রিসাইকেল করে তৈরি করেছে চাবির চেইন, কানের দুল, পেনডেন্ট, কোস্টারসহ নানান ব্যবহারিক জিনিস। এদিন দৃষ্টিনন্দন এক আয়োজন নিয়ে এসেছিলেন ডিজাইনার রীনা সিং। তাঁর লেবেল একা’র সম্ভারে ছিল অরগেঞ্জা, সুতি আর লিনেনে তৈরি হালকা পোশাক।

অরগেঞ্জা, সুতি আর লিনেনে তৈরি এসব পোশাকের ডিজাইনার রীনা সিং
ছবি: এফডিসিআই–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ন্যুড কালার প্যাস্টেল ব্যবহার করেছেন তিনি। ওয়ান পিস, মিডি, সালোয়ার-কামিজ, ফ্রকের সঙ্গে ভারী ওড়নাসহ আরও নানা পোশাক ছিল রীনার সংগ্রহে।

ডিজাইনার অঞ্জু মোদি নিয়ে এসেছিলেন শাড়ি, লেহেঙ্গা-চোলির বৈচিত্র্য। সাবেকি শিল্পকলাকে আধুনিকতার রং লাগিয়ে পরিবেশন করেছিলেন তিনি। অঞ্জুর নকশা করা পোশাকগুলো যেন তরুণীদের জন্য আদর্শ। বেনারস আর গুজরাটের কারুকাজের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে অভিনব এক শিল্পকলার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। অঞ্জুর সংগ্রহে ঝুমকা বুটি দর্শকদের নজর কেড়েছিল। জমকালো শাড়ি আর লেহেঙ্গা-চোলির সঙ্গে পায়ে আলতা লাগিয়ে মডেলরা র‍্যাম্পে হাঁটেন। অঞ্জু ব্যবহার করেছিলেন ‘পরিবেশবান্ধব’ টেনসিল ফাইবার। শোস্টপার হিসেবে অঞ্জুর সংগ্রহ নিয়ে মঞ্চে আসেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি।

অঞ্জুর সংগ্রহ নিয়ে মঞ্চে আসেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি
ছবি: এফডিসিআই–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দ্বিতীয় দিনের শেষ রাত মাতিয়েছিলেন ডিজাইনার সত্য পাল। জিও ওয়ার্ল্ড ড্রাইভে এক নান্দনিক শো পরিবেশন করেন আরেক ডিজাইনার রাজেন্দ্র প্রতাপ সিং।

ডিজাইনার সত্য পালের নকশায় মডেলরা এলেন যেন রেসের মাঠে
ছবি: এফডিসিআই–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া