নটর ডেম কলেজে যোগচর্চা

বিভিন্ন যোগব্যায়ামের চর্চা করান ইয়োগা থেরাপিস্ট ও জয়সান ইয়োগার প্রতিষ্ঠাতা কুশল রয়।
ছবি: সংগৃহীত

নভেম্বরকে বলা হয় ‘ফুসফুসে ক্যানসার সচেতনতা মাস’। এ উপলক্ষে ২৩ নভেম্বর নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের সহায়তায় সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে ইমপালস-মাই কেয়ার (প্যালিয়েটিভ অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার সেন্টার)। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য তুলে ধরেন মাই কেয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম। ফুসফুস ভালো রাখতে বিভিন্ন যোগব্যায়ামের চর্চা করান ইয়োগা থেরাপিস্ট ও জয়সান ইয়োগার প্রতিষ্ঠাতা কুশল রয়।

অনুষ্ঠানে নটর ডেম কলেজের শিক্ষার্থী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের মডারেটর স্বপন হালদার। এ ছাড়া স্তন ক্যানসার থেকে আরোগ্য লাভ করা ফারজানা আলী আয়োজনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।