অরিজিৎও বিয়ে করেছিলেন। কাকে বিয়ে করেছিলেন, তা নিয়েও রয়েছে বিতর্ক। শোনা যায়, গায়িকা রূপরেখা বন্ধ্যোপাধ্যায় তাঁর প্রথম স্ত্রী। ২০০৫ সালে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, প্রেম, বিয়ে। তবে সেই সংসার এক বছরও টেকেনি। ২০১৩ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান অরিজিৎ ও তাঁর প্রথম স্ত্রী। আর সেই বছরই অরিজিৎ আশিকি সিনেমার ‘মেরি আশিকি আব তুম হি হো’ গানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পানছবি: ইনস্টাগ্রাম থেকে