প্রকৌশলীরা নিতে পারেন এই সনদ
বিভিন্ন প্রযুক্তি ও প্রকৌশল পেশায় যাঁরা যুক্ত আছেন, তাঁদের জন্য নেটওয়ার্কিং সার্টিফিকেশন, ডেটাবেজ সার্টিফিকেশনসহ বিভিন্ন কারিগরি সার্টিফিকেশন প্রয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইমাম হাসান জানান, বহুল পরিচিত একটি সার্টিফিকেশনের নাম হচ্ছে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)। নেটওয়ার্ক প্রকৌশলী, সিস্টেম প্রকৌশলীসহ প্রযুক্তিসংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য এ ডিগ্রি। অ্যাসোসিয়েট পর্যায়ে এ নেটওয়ার্ক সার্টিফিকেশন সারা বিশ্বেই জনপ্রিয়। এ ছাড়া নেটওয়ার্কের ওপর কম্প-টিআইএ নেটওয়ার্ক+ নামের সনদ, জুনিপার নেটওয়ার্ক সার্টিফায়েড অ্যাসোসিয়েট, সোলারউইন্ডস সার্টিফায়েড প্রফেশনাল, রেড হ্যাট সার্টিফায়েড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরসহ (আরএইচসিএসএ) নানা কোর্সসংশ্লিষ্ট সনদ সারা বিশ্বের পেশাজীবীদের কাছে জনপ্রিয়। যাঁরা ডেটাবেজসংক্রান্ত কাজ করতে চান, তাঁরা আইবিএম সার্টিফায়েড ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোসফট এসকিউএল সার্টিফিকেশন, ওরাকল সার্টিফায়েড প্রফেশনালসহ নানা সনদ গ্রহণ করতে পারেন।
তথ্যপ্রযুক্তির পেশা খাত অনেক বড়, যে কারণে পেশার ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে মাইক্রোসফট, রেড হ্যাট, সিসকো, জুনিপার, ওরাকল, ইসি-কাউন্সিলসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আইটি ক্যারিয়ার গঠনের জন্য দক্ষতা–সংশ্লিষ্ট সার্টিফিকেট গ্রহণের সুযোগ আছে।
যোগ্যতা: ভিন্ন ভিন্ন কারিগরি সনদের জন্য ভিন্ন ধরনের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়।
কোথায় করা যায়: একেক সনদ পাওয়ার পদ্ধতি একেক রকম। কখনো অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, কখনো কখনো আবার সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে হয়।
কেন প্রয়োজন: প্রযুক্তি দুনিয়ায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এখন। দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও পেশাজীবীদের কাজের সুযোগ বাড়ছে। বাংলাদেশের প্রকৌশলী ও পেশাজীবীরা বিভিন্ন দেশে কাজের সুযোগ পাচ্ছে। বৈশ্বিক পর্যায়ে কাজের দক্ষতার জন্য এ ধরনের সনদের প্রয়োজন আছে।
খরচ: সিসিএনএ সনদের জন্য খরচ পড়বে প্রায় ৩০০ ডলার বা ৩০ হাজার টাকার বেশি।