শীতে গ্রামীণ পরিবেশের ১০টি ছবি

শুরু হয়েছে শীতকাল। শহুরে জীবনে শীতের দেখা দেরিতে মিললেও গ্রামে সেই সুযোগ কম। হেমন্তের শুরু থেকেই গ্রামে শীতের আবহ তৈরি হয়ে যায়। আর এখন তো কুয়াশার চাদরে ঢেকে থাকে বিকেল থেকে ভোর পর্যন্ত। সম্প্রতি মুন্সিগঞ্জের দোসরপাড়া গ্রামে দিনের বিভিন্ন সময়ের কিছু ছবি তুলেছেন আলোকচিত্রী কবির হোসেন। সেখান থেকে ১০টি ছবি রইল এখানে।

১ / ১০
ভোরের সূর্য উঁকি দিচ্ছে আকাশে। নদীর ঘাটে সিঁড়িতে বসে রোদ পোহাচ্ছে একটি শিশু। নৌকা নিয়ে কাজে যাচ্ছেন এক কৃষক
ছবি: কবির হোসেন
২ / ১০
রোদ পড়েছে শিশিরভেজা মটরশুঁটির গায়ে
ছবি: কবির হোসেন
৩ / ১০
সকাল সকাল তরতাজা পালংশাক তুলে বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক
ছবি: কবির হোসেন
৪ / ১০
নতুন ফসলের জন্য জমি তৈরি হচ্ছে। চাষ দিচ্ছেন হাতে টানা লাঙলের ফলায়
ছবি: কবির হোসেন
৫ / ১০
‘হায় চিল, সোনালী ডানার চিল...’ যদিও ছবিতে চিল নেই, তবু এই ছবি দেখে জীবনানন্দ দাশের লাইনটাই যেন মনে আসে
ছবি: কবির হোসেন
৬ / ১০
গরম পোশাক পরে নদীর পাড় ধরে দোকানে যাচ্ছে দুই শিশু
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৭ / ১০
দল ধরে খেত থেকে আলু তুলছেন একদল কিষান–কিষানি
ছবি: কবির হোসেন
৮ / ১০
‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,/ সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।’ জসীমউদ্‌দীনের কবিতার এই চরণ দুটি যেন এমন দৃশ্য থেকে নেওয়া
ছবি: কবির হোসেন
৯ / ১০
সকালের রোদ গায়ে মেখে বই পড়ার মজাই আলাদা
ছবি: কবির হোসেন
১০ / ১০
সন্ধ্যা হতেই আগুনে হাত সেঁকতে সেঁকতে চলে আড্ডা
ছবি: কবির হোসেন
আরও পড়ুন