আলিয়া ভাট যেন উড়ছেন। ব্যক্তিগত জীবনে একের পর এক সুখবরের পর বলিউড তারকা হিসেবে হলিউডে পা রেখে সেখানেও দেখলেন সফলতার মুখ। সেই খবর পুরোনো হতে না হতেই ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খাতায় নাম তুললেন সেরা অভিনেত্রী হিসেবে। এদিকে গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেট গালায় পা রাখার পর এবার ভোগ থাইল্যান্ডের ডিজিটাল কভারে ৩০ বছর বয়সী আলিয়া। ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই তারকার ফ্যাশন ও বিউটি নিয়ে।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭