গাড়ি ভাড়া থেকে শুরু করে বাসের টিকিট, সব পাবেন আমাদের অ্যাপে

এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণদের পাঁচ উদ্যোগ। তালিকায় আছেন যাত্রীর সহপ্রতিষ্ঠাতা আজিজ আরমানও। পড়ুন যাত্রীর যাত্রার গল্প

আজিজ আরমান
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় নিয়মিতই আমাকে মিরপুর–কুড়িল বিশ্বরোডে যাওয়া–আসা করতে হতো। তখন প্রতিনিয়তই আমাকে বাড়তি ভাড়াসহ নানা সমস্যায় পড়তে হয়েছে। তখন থেকেই আমার মনে হয়েছে, বাংলাদেশের গণপরিবহন খাতটিকে প্রযুক্তিনির্ভর করে তোলা গেলে এসব সমস্যা আর থাকত না। দেশের একটা বড় অংশের মানুষের দৈনন্দিন যাতায়াতের মাধ্যম বাস। বাসে অতিরিক্ত ভিড় ও নিয়ন্ত্রণহীন ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তি, যথাযথ টিকিটিং ব্যবস্থা না থাকার কারণে বাস অপারেটরের গঞ্জনা আর মালিকদের বঞ্চনা—সবই দূর করতে পারে প্রযুক্তি।

এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই আমরা সারা দেশে সাশ্রয়ে গাড়ি ভাড়া করার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। নাম হলো যাত্রী। ২০১৯ সালে যাত্রীর পথচলা শুরু। প্রায় চার হাজার বাস আমাদের নেটওয়ার্কের আওতায় আছে। আমাদের প্ল্যাটফর্মে আপনি বাসের টিকিটও কাটতে পারবেন।

যাত্রীর সহপ্রতিষ্ঠাতা খন্দকার তাসওয়ার জাহিন ও জিয়া উদ্দিন আহমেদ। তাঁদের অভিজ্ঞতাও সমস্যা সমাধানে আমাদের ভীষণ সাহায্য করেছে। তাসওয়ার জাহিন যেমন পারিবারিকভাবে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বাবার কাছ থেকে আমরা এই ব্যবসার খুঁটিনাটি জানতে পেরেছি। পাশাপাশি বাসমালিকদের কাছ থেকেও জেনেছি, টিকিট বিক্রির অস্বচ্ছতার কারণে তাঁরা লাভবান হতে পারছেন না। সব পক্ষের সমস্যা বুঝেই আমরা সমাধান খুঁজেছি। আরও নতুন নতুন সমাধান নিয়ে কাজ করছি।