অবাধ্য চুলকে যেভাবে বশে আনবেন

বেহাল চুল পরিপাটি সাজের বড় বাধা। শ্যাম্পু না করতে পারলে চুল হয়ে যায় তেলতেলে অথবা উষ্কখুষ্ক। অবাধ্য চুলকে সহজে বশে আনার কিছু টিপস।

তেলতেলে ভাব দূর করতে

ঝরঝরে চুলের জন্য দরকার সঠিক শ্যাম্পু
মডেল : তানহা

সকালে চুল ঠিকঠাক রাখতে আগের রাতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। চাইলে সকালেও লাগাতে পারেন। চুলের ঘনত্বও বেশি দেখাবে। চুল ধুতে না পারলে তেলতেলে ভাব চলে আসে। ড্রাই শ্যাম্পু চুলকে ঝরঝরে রাখে। এ ছাড়া চুলের তেলতেলে জায়গায় পাউডার ব্যবহার করতে পারেন। এতে করে তেল খানিকটা শুষে নেবে পাউডার। এরপর চুল ভালো করে আঁচড়ে নিন।

হেয়ার স্প্রে ব্যবহার

একটি টুথব্রাশের ওপর হেয়ার স্প্রে করুন। এরপর আলতোভাবে চুলের ওপর দিয়ে আঁচড়ান, ওপর থেকে নিচের দিকে। এতে করে যে চুলগুলো বেশি উষ্কখুষ্ক হয়ে থাকবে, সেগুলো আয়ত্তে চলে আসবে। হাতে একটু সময় থাকলে চুল ভিজিয়ে নিতে পারেন। চুলে আর্দ্রতা ফিরে আসবে। এরপর হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস ব্যবহার করুন।

ঢেউ বানাও

রাতে দুই বেণি করে ঘুমাতে পারেন। সকালে চুল খুলে হালকা কোঁকড়া করে নিন কার্লারের সঙ্গে। এতে করে চুল এলোমেলো থাকলেও দেখতে খারাপ লাগবে না। অথবা চুল যখন আপনার কথা শুনছেই না, উল্টিয়ে খোঁপা করে রাখতে পারেন সকালে। ফ্রেঞ্চ বেণিও করতে পারেন। সারা দিন শেষে দাওয়াত থাকলে চুল খুলে ফেলুন। ঢেউখেলানো ভাব চলে আসবে।

যাদের কোঁকড়া চুল আছে তাদের অবশ্যই মাথার তালু পরিষ্কার রাখতে হবে। মডেল: সিম্মি
ছবি : সুমন ইউসুফ

চুলের মাস্ক

জিমে ঢোকার আগে চুলে মাস্ক লাগান। চুল বেণি বা একটি বানের মধ্যে মুড়ে নিন। ব্যায়াম শেষে যখন চুল ধুয়ে ফেলবেন, মসৃণ ভাব চলে আসবে। যেভাবে ইচ্ছা, সেভাবেই স্টাইল করতে পারবেন। চুল বেশি উষ্কখুষ্ক হয়ে থাকলে লিভ ইন কন্ডিশনার লাগিয়ে নিন।

স্কার্ফে, ক্লিপে, রাবারব্যান্ডে চুল বাঁধুন

ঘুমাতে যাওয়ার আগে চুল বাঁধতে ভুল হয় না যেন

চুলে শ্যাম্পু করার পরও যেদিন তেলতেলে ভাব যায় না, সেদিন চুল বেঁধে রাখতে পারেন স্কার্ফ বা রুমাল দিয়ে। সামনের চুলগুলোকে পেঁচিয়ে টুইস্ট করে নিতে পারেন বা স্কার্ফটাকে ভাঁজ করে ব্যান্ডানার মতো চুলের সামনের দিকে বেঁধে নিতে পারেন। এ ছাড়া পুরো চুল নিয়ে ঝুঁটি করে ফেলতে পারেন। হেয়ার ক্লিপ ব্যবহার করতে পারেন। চুল তেলতেলে বা উষ্কখুষ্ক—যে অবস্থাতেই থাকুক, টানটানভাবে বেঁধে ফেললে সমস্যার অনেকখানি সমাধান পেয়ে যাবেন।