ভিডিওর মাধ্যমে গল্প বলার সুযোগ, জিতে নিতে পারেন পুরস্কার

‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং উৎসব’ নামের একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ’ বিভাগ

‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং উৎসব’ নামের একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ’ বিভাগ। আয়োজনের স্লোগান হলো ‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’। আগ্রহী যে–কেউ নিজেদের তৈরি ভিজ্যুয়াল গল্প পাঠিয়ে এতে অংশ নিতে পারবেন। উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ ও ১১ ফেব্রুয়ারি। তবে ভিডিও গ্রহণ এরই মধ্যে শুরু হয়ে গেছে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আয়োজকেরা জানান, কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং উৎসবের মাধ্যমে আগ্রহী গল্পকারেরা তাঁদের নির্মিত ছোট ছোট গল্প প্রকাশ্যে আনার সুযোগ পাবেন। এটি মূলত তরুণদের আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মুঠোফোনের মাধ্যমে ডিজিটাল গল্প তৈরিতে উদ্বুদ্ধ করবে।

আরও পড়ুন
আরও পড়ুন

তরুণ ও আগ্রহী ব্যক্তিরা বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল গল্প পাঠাতে পারবেন। উৎসবের ক্যাটাগরিতে রয়েছে ইনডিপেনডেন্ট, ডিআইইউ বেস্ট কমিউনিটি স্টোরিটেলিং, ওয়ান মিনিট ও জার্নালিজম ক্যাটাগরি।

এ প্রসঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেইন বলেন, ‘এ উৎসবের মূল উদ্দেশ্য সমাজের নানা শ্রেণির মানুষের গল্পকে সামনে নিয়ে আসার সুযোগ করে দেওয়া।’

উৎসবের প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান বলেন, ‘বাংলাদেশে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ধারণাটি একেবারে নতুন। ডিজিটাল প্রযুক্তি দিয়ে আমাদের কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একেবারে নিজেদের জীবনের সঙ্গে সম্পৃক্ত ঘটনা নিয়ে নির্মিত হতে পারে ছোট ছোট ভিজ্যুয়াল গল্প। আমাদের লক্ষ্য, সমাজে মানুষের চিন্তাশক্তি, সহানুভূতিশীলতা, কমিউনিটি উদ্যোগকে আরও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করা।’

কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ফেসবুক পেজে