১ / ৭
যমজ ভাই পিটার ও চার্লি অস্ট্রিয়ার বাসিন্দা। দুজনের চশমা, এমনকি গলার চেনও এক!
ছবি: রয়টার্স
২ / ৭
ইউরোপে যমজদের এমন মিলনমেলা প্রথমবার হয়েছিল আজ থেকে ৩৯ বছর আগে। এবারের আয়োজনে এক হয়েছিলেন ৫০ জোড়া যমজ।
ছবি: রয়টার্স
৩ / ৭
রাস্তায় হঠাৎ এত এত যমজদের দেখে চমকে গেছেন অনেকে
ছবি: রয়টার্স
৪ / ৭
যমজ বোন ক্রিস্টা ও অ্যানজেলা
ছবি: রয়টার্স
৫ / ৭
অস্ট্রিয়ার ব্রোনোতে বসেছিল এ আসর। অ্যাডলফ হিটলারের জন্মস্থান হিসেবেও জায়গাটি পরিচিত
ছবি: রয়টার্স
৬ / ৭
এই যমজ বোনেরা এসেছেন জার্মানি থেকে। নানা ধরনের খেলাধুলার আয়োজনও ছিল মিলনমেলায়
ছবি: রয়টার্স
৭ / ৭
যমজ ভাই–বোন। এসেছেন ফ্রান্স থেকে।
ছবি: রয়টার্স
আরও পড়ুন

২০৫৩ সালের জুন মাসে কী ভিডিও দেব, সেটাও ঠিক করে ফেলেছি