১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে স্যান্ডো গেঞ্জি ঘরানার পোশাককে বলা হতো ‘ওয়াইফ বিটার’, অর্থাৎ যে পুরুষ স্ত্রীকে নির্যাতন করে। কেন এমন নামকরণ, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হয়, এর পেছনে একটি ঘটনা আছে। ১৯৪৭ সালে স্ত্রীকে মারার অপরাধে জেমস হার্টফোর্ড জুনিয়র নামে একজন আটক হয়েছিলেন। মাসব্যাপী তাঁর ছবি ছাপা হয়েছিল স্থানীয় পত্রিকাগুলোতে। ওই ছবিতে হার্টফোর্ডের পরনে ছিল হাতাকাটা গেঞ্জি। ক্যাপশনে লেখা ছিল, ‘ওয়াইফ বিটার’।ছবি: সংগৃহীত