কাজাখস্তানে বৃত্তি, কীভাবে আবেদন করবেন, কী কী সুযোগ

কাজাখস্তানের একটি বিশ্ববিদ্যালয়
ছবি: উইকিমিডিয়া

বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে কাজাখস্তানের সরকার। আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওআইসিভুক্ত দেশের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। কাজাখস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবেন মোট ১০০ শিক্ষার্থী। আবেদন করতে হবে আগামী ৩০ জুনের মধ্যে।

apply-instructions.pdf
list-of-universities-participants-and-educational-programs.pdf

৪৯০টি স্নাতক প্রোগ্রাম, ৫০টি স্নাতকোত্তর প্রোগ্রাম এবং ১০টি পিএইচডি প্রোগ্রাম থেকে যোগ্যতা অনুসারে ও পছন্দমতো বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আবেদনের জন্য কাজাখ, রুশ বা ইংরেজি ভাষায় অনূদিত প্রয়োজনীয় কাগজপত্র রোটারি করে জমা দিতে হবে। ওয়েবসাইটে বলা হয়েছে, স্নাতক পর্যায়ে বৃত্তি পেতে হলে ‘ভালো’ গ্রেড থাকা আবশ্যক। তবে ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ আইইএলটিএস বা এ ধরনের কোনো পরীক্ষার নম্বর যোগ করতে হবে কি না, তা বলা নেই।
স্নাতকোত্তরের ক্ষেত্রে আইইএলটিএস (ন্যূনতম ৫.৫) বা টোয়েফল স্কোর থাকা জরুরি। এ ছাড়া স্নাতকে সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.০ হতে হবে।
বিস্তারিত জানতে পারেন এই ওয়েবসাইটে