তর্কে জিতবেন কীভাবে?

তর্কে যে আপনাকে জিততেই হবে, এমন কোনো কথা নেই

আপনি যতই শান্তিপ্রিয় মানুষ হোন না কেন, তর্কবিতর্ক আপনার পিছু ছাড়বে না। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তর্কে আমাদের জড়ানো লাগেই। আর অনেক সময় ছোট্ট কিছু ভুলের জন্য সঠিক অবস্থানে থাকার পরেও আমাদের তর্কে হেরে যেতে হয়। শুধু কি তা–ই? তর্কে হেরে অনেক সময় আমাদের আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়। কাজেই সঠিক মানুষের তর্কে জেতা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, শুধু সঠিক অবস্থানে থাকলেই কি তর্কে জেতা যায়? উত্তর হলো—না। বরং তর্কে জিততে হলে আপনাকে যেমন সঠিক, সত্য আর যুক্তির পথে থাকতে হবে, তেমনি প্রতিপক্ষ আর দর্শকদের আস্থা অর্জন করার জন্য কিছু কৌশলও অবলম্বন করতে হবে।

মাথা ঠান্ডা রাখার কোনো বিকল্প নেই

রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা আসলে সত্যি। রাগের মাথায় হুট করে অযৌক্তিক কিছু বলে ফেললেন তো নিজের পায়ে কুড়াল মারলেন। আগেই হেরে বসে থাকলেন! আপনি স্বাভাবিক আছেন মানে ‘মেন্টাল গেম’–এ এগিয়ে আছেন।

স্বাভাবিক স্বরে কথা বলুন

আপনি যতই চিৎকার করে কথা বলবেন, ততই অন্যরা সেই কথাকে কম গুরুত্ব দেবে। গুরুত্বপূর্ণ কথা আস্তে বলুন। থেমে থেমে বলুন। স্বাভাবিক পিচে কথা বলুন।

যুক্তির পর যুক্তি সাজান

সবচেয়ে বড় যুক্তিগুলো আগে উপস্থাপন করুন। যৌক্তিকভাবে কথা বলুন। ব্যক্তিগতভাবে আঘাত করা থেকে দূরে থাকুন। খেয়াল রাখবেন, আপনার কথায় যেন ফুটে ওঠে আপনি অপর পক্ষের প্রতি সহানুভূতিশীল।

তথ্যের বদলে গল্প

সব সময়ই তথ্য আর উপাত্ত দিয়ে তর্ক জেতার চেষ্টা করবেন না। গল্প শোনার আগ্রহ মানুষের চিরন্তন। কাজেই গল্প শোনান। গল্পের মাধ্যমে মানুষকে নিজের কথার দিকে আকর্ষণ করুন। গল্পের শেষটা দিয়ে নিজের যুক্তির পক্ষে সিদ্ধান্ত টেনে নেওয়ার চেষ্টা করুন।

কথার ভেতরে সুন্দর কিছু বাক্য ব্যবহার করুন

তর্কের ভেতরে তথ্য, উপাত্ত, প্রমাণ এসবের গুরুত্ব আছে, সন্দেহ নেই। কিন্তু এসব কিছুই আসলে দিন শেষে অন্যের কাছে ম্যাড়মেড়ে লাগে। এসব শুনতে তাঁরা ক্লান্তিবোধ করেন। কাজেই এমন কিছু কথা, শব্দ বা লাইন ব্যবহার করতে হবে, যাতে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা যায়। তা হতে পারে কোনো কবিতা বা গল্পের লাইন। দর্শকের মনোযোগ ধরে রাখতে পারলেই আপনি সফল।

হালকা রসিকতাও হতে পারে ভারী এক অস্ত্র

শুনতে অবিশ্বাস্য লাগলেও কথাটা সত্যি। তর্কের মাঝখানে যদি হালকা কোনো রসিকতা করে মানুষকে হাসাতে পারেন, তবে খেলার মোড় অনেকটাই আপনার দিকে ঘুরে যাবে। সুন্দর কৌতুক অনেকটা চাবির মতো। যে চাবি মানুষের মনে আপনার জন্য দরজা খুলে দেয়।

প্রতিপক্ষের কথায় মজা নিন

আমরা অনেক সময়ই মনে করি, তর্কে জিততে হলে আমাদের খুব গম্ভীর বা রাগ রাগ মুখে তর্ক করতে হবে। কিন্তু আপনি কি জানেন, তর্কের সময় আপনার হাসির চেয়ে ভয়ংকর কোনো অস্ত্র প্রতিপক্ষের জন্য আর হতে পারে না? হাসতে হাসতে কথা বলুন। প্রতিপক্ষের অযুক্তি, কুযুক্তিগুলো নিয়ে রসিকতা করে হালকা করে দিন। আপনার জয় আর কে আটকাবে?

‘কী’–এর বদলে ‘কেন’ এবং ‘কীভাবে’ ব্যবহার করুন

মাথায় রাখতে হবে, যুগটা মিথ্যা তথ্যের যুগ। কাজেই কোনো কিছু না বুঝে তর্কের সময় আপনার প্রতিপক্ষ একটা মিথ্যা তথ্য দিয়েই দিতে পারে। কিন্তু ‘কেন’ এবং ‘কীভাবে’ এই প্রশ্নের উত্তর মিথ্যা দিয়ে দেওয়া যায় না। এই প্রশ্নে সবাই আটকে যেতে বাধ্য।


তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তর্কে যে আপনাকে জিততেই হবে, এমন কোনো কথা নেই। মানসিক শান্তির জন্য তর্কে জেতাটা গুরুত্বপূর্ণ না। শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। কিছু তর্কে আপনি ইচ্ছা করে হেরেই জিতে যেতে পারেন। অযথা তর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো যদি একান্তই এড়ানো সম্ভব না হয়, তখন বিনা যুদ্ধে কেন দেবেন সুচ্যগ্র মেদিনী?


সূত্র: রিডার্স ডাইজেস্ট