ডেটিং অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে কেন

ডেটিং অ্যাপে সম্পর্কে জড়াচ্ছেন দেশের অনেক তরুণ। প্রতীকী এই ছবিতে মডেল হয়েছেন গালিব ও সামিয়াছবি: সুমন ইউসুফ

সারা বিশ্বেই এখন ডেটিং অ্যাপ জনপ্রিয়। যাঁরা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, নয়া বাস্তবতা হিসেবে বিষয়টিকে তাঁরা মেনে নিয়েছেন। আর যাঁরা করেন না, এই মাধ্যম নিয়ে তাঁদের আছে মিশ্র ধারণা, বিশেষ করে খারাপ ধারণা। ডেটিং অ্যাপ নিয়ে ভারতে সাম্প্রতিক এক সমীক্ষায় এমন নানা বিষয় উঠে এসেছে। আর কী কী তথ্য সেখানে মিলেছে, চলুন জেনে নেওয়া যাক।

ডেটিং এখন বদলে গেছে

ভারতীয় ডেটিং অ্যাপ কোয়াক কোয়াকের এই জরিপে অংশ নেন প্রায় ১২ হাজার সক্রিয় ডেটিং অ্যাপ ব্যবহারকারী। অনলাইন ডেটিং সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরার পাশাপাশি সমাজে ডেটিং অ্যাপ নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা সম্পর্কেও জানান তাঁরা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারণা হচ্ছে, ডেটিং অ্যাপ মানেই হলো প্রেম আর বিয়ে। জরিপে অংশ নেওয়া ২৮ শতাংশ ব্যক্তি মনে করেন, একসময় অনলাইন ডেটিং জগতে ঢোকার প্রধান উদ্দেশ্যই ছিল প্রণয়। অনলাইন ডেটিং অ্যাপগুলো ‘সাময়িক প্রেমের জন্য’, এমনটা এখন আর বড় শহরে বসবাসকারীরা বিশ্বাস করেন না।

নিজের পছন্দের সঙ্গে যায় এমন মানুষকে সাজেস্ট করে ডেটিং অ্যাপ
ছবি: অধুনা

অধিকাংশ ক্ষেত্রে ২৭ বছরের বেশি বয়সী ব্যক্তিরা ডেটিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে যাওয়ার চেষ্টা করেন। ২০ থেকে ৪০ বছরের মানুষেরা ডেটিং অ্যাপকে বন্ধুত্ব তৈরির নতুন মাধ্যম বলে মনে করেন। উদ্যোক্তা, প্রকৌশলী, আইটিকর্মী, স্বাস্থ্যসেবাকর্মী থেকে শুরু করে শিক্ষক, গৃহিণী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশির ভাগ ক্ষেত্রে ডেটিং অ্যাপ ঠিকমতো ব্যবহার করেন। কোয়াক কোয়াকের প্রতিষ্ঠাতা রবি মিত্তল বলেন, অনলাইন ডেটিং দুনিয়া গত কয়েক বছরে বেশ পরিবর্তিত হয়েছে। ব্যবহারকারীরা ডেটিং অ্যাপ আরও সক্রিয়ভাবে ব্যবহার করছেন। ৮০ শতাংশের বেশি ব্যবহারকারী ডেটিং অ্যাপের মাধ্যমে সত্যিকারের সঙ্গী খুঁজতে চান।

নতুন ধরনের বন্ধুত্বের সুযোগ

আগে হালকা বা ক্যাজুয়াল সম্পর্কের জন্য অনলাইন ডেটিং অ্যাপের ব্যবহার ছিল। অনেকে মনে করতেন, প্রতিশ্রুতিহীন সম্পর্ক খোঁজার একটি প্ল্যাটফর্ম এসব অ্যাপ। সময়ের পরিবর্তনে অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে মানুষ এখন সত্যিকার সম্পর্ক করার চেষ্টা করেন। ৩৬ শতাংশের বেশি ব্যবহারকারী এসব অ্যাপের মাধ্যমে এখন সঙ্গী বা বন্ধু খোঁজেন। ভারতের ছোট শহরগুলোয় আগের চেয়ে ডেটিং অ্যাপ ব্যবহারকারী এখন বাড়ছে। ৫৮ শতাংশের বেশি ব্যবহারকারী ডেটিং অ্যাপের মাধ্যমে এখন চিরদিনের বন্ধু খুঁজতে চান।

ডেটিং অ্যাপে প্রেমে মজেছেন অনেক তরুণ–তরুণী। প্রতীকী ছবি
ছবি: সুমন ইউসুফ

এসব অ্যাপের মাধ্যমে প্রেম করার ধরনও বদলে গেছে। প্রযুক্তির কারণে এখন লম্বা দূরত্বের (লং ডিসট্যান্স) সম্পর্কের জনপ্রিয়তা বাড়ছে। অনলাইন ডেটিং অ্যাপ মানেই উচ্চবিত্ত ও শিক্ষিতদের বিচরণক্ষেত্র, এ ধারণাও এখন বদলে যাচ্ছে। ডেটিং অ্যাপের মাধ্যমে স্থান, কাল ও ভাষার জড়তা অনেক কমে গেছে বলে অ্যাপ ব্যবহারকারীরা মনে করেন। গ্রামীণ এলাকার মানুষের মধ্যেও ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

ডেটিং অ্যাপ এখন বেশ নিরাপদ!

আগের চেয়ে নিরাপদ ও সুরক্ষা ব্যবস্থা থাকার কারণে জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ নারী বাস্তব জীবনের ডেটিংয়ের চেয়ে অনলাইন ডেটিং বেশি পছন্দ করেন। বিভিন্ন ব্যক্তিগত তথ্য ও আচরণ বিশ্লেষণ করে ডেট বা পছন্দের মানুষের খোঁজ দেয় বলে ডেটিং অ্যাপে নিজের পছন্দমতো মানুষ পাওয়ার সুযোগ ও সম্ভাবনা বেশি। তাই এতে ভরসাও বাড়ছে।

সূত্র: মিড ডে

আরও পড়ুন