পৃথিবীর কোন কোন অঞ্চলে মশা নেই এবং কেন নেই
ছোট্ট একটি প্রাণী, অথচ তার এক কামড়েই হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা জিকার মতো প্রাণঘাতী রোগ। ইদানীং মশার যন্ত্রণা আরও বেড়েছে। তাই আমরা অনেকেই হয়তো ভাবি, ‘পৃথিবীর কোন দেশে মশা নেই? সেখানে থাকতে চাই।’ চলুন, জেনে নেওয়া যাক পৃথিবীর কোন দেশ–মহাদেশে কোনো মশা নেই।
আইসল্যান্ড
পৃথিবীর গুটিকয় অঞ্চল, যেখানে মশা নেই, তার মধ্যে আইসল্যান্ড অন্যতম। এর মূল কারণ সেখানকার জলবায়ু ও পরিবেশগত অবস্থা। মশা বিভিন্ন কারণেই আইসল্যান্ডে ঘাঁটি গাড়তে সক্ষম হয়নি। প্রথমত, এই অঞ্চলে প্রাকৃতিকভাবে অন্য অঞ্চল থেকে মশা আসতে পারেনি। দ্বিতীয়ত, এই অঞ্চলের পরিবেশ মশা টিকে থাকার জন্য অনুকূল নয়। মশার বংশবিস্তারের জন্য উষ্ণ ও বদ্ধ পানির প্রয়োজন। কিন্তু আইসল্যান্ডে এমন পানির উৎস খুবই সীমিত। যদি আইসল্যান্ডে কোনোভাবে মশা চলেও আসে, তাহলে ঠান্ডা আবহাওয়া ও বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশের অভাবে নিজেদের পূর্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন করার জন্য রীতিমতো যুদ্ধ করে টিকে থাকতে হবে।
কিছু গবেষণা থেকে ধারণা করা যায়, এ ক্ষেত্রে আইসল্যান্ডের মাটির গঠনেরও কিছু ভূমিকা আছে।
অনেকে বিশ্বাস করেন, আইসল্যান্ডে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ভ্রমণ করেন, তাই সেখানে মশা গেলেও যেতে পারে। কিন্তু মশা সেখানে টিকতে পারবে না। তাত্ত্বিকভাবে, মশা হয়তোবা একসময় সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে। কিন্তু বাস্তবে তা সহজে সম্ভব হবে না। বাস্তবে তেমন কিছু ঘটতে হলে সেখানকার পরিবেশে বেশ কিছু পরিবর্তন আসতে হবে।
অ্যান্টার্কটিকা
পৃথিবীর মশাবিহীন অঞ্চলগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশ অন্যতম। অ্যান্টার্কটিকার চরমভাবাপন্ন আবহাওয়ার কারণেই মশা সেখানে ঘাঁটি গাড়তে পারেনি। মশা উষ্ণ পরিবেশে দ্রুত বংশবিস্তার করলেও বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে। কিন্তু তীব্র ঠান্ডায় মশা টিকে থাকতে পারে না। বংশবিস্তারের জন্য মশার দরকার বদ্ধ পানি। তাই যেসব অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে, সেখানে মশার বংশবৃদ্ধি ঘটে না, মশা টিকে থাকতেও পারে না।
অ্যান্টার্কটিকা খুবই শুষ্ক, বাতাসপূর্ণ আর ঠান্ডা এক মহাদেশ। সেখানকার কঠোর পরিবেশে খুব অল্পসংখ্যক প্রাণীই টিকে থাকতে পারে। মানুষের পক্ষেও সেখানে জীবনধারণ সম্ভব নয়। গবেষকেরা সেখানকার বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রগুলোয় অস্থায়ীভাবে থাকেন, তবে মশাদের জন্য অ্যান্টার্কটিকার পরিবেশ একেবারেই আতিথেয়তাহীন। যেহেতু অ্যান্টার্কটিকায় মানববসতি নেই, সেখানে মশা থাকল কি থাকল না, তা নিয়ে কারও কিছুই যায়–আসে না।
মশা, বিশেষত এডিস মশা কয়েক দশক ধরে বাংলাদেশে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। আমাদের দেশের আবহাওয়া, পরিবেশ ও জলবায়ু মশার বংশবিস্তারের জন্য অত্যন্ত অনুকূল। আমরা চাইলেও আইসল্যান্ডে কিংবা অ্যান্টার্কটিকায় গিয়ে বসবাস করতে পারব না। এ দেশের আবহাওয়াও কখনো আইসল্যান্ডের মতো হয়ে যাবে না। তবে নিজেদের বাড়িঘর ও বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার রেখে, বদ্ধ পানি যাতে কোথাও না জমতে পারে, সেদিকে লক্ষ রেখে মশার প্রকোপ কিছুটা হলেও কমাতে পারি আমরা।
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন ভিউ