সমুদ্র ও নদীর তলদেশে তৈরি বিশ্বের দীর্ঘতম ৫ টানেল
যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সুড়ঙ্গপথটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। সংযোগ সড়কসহ ৯ দশমিক ৩৯ কিলোমিটার টানেলটির ৩ দশমিক ৩২ কিলোমিটার রয়েছে নদীর তলদেশে। এটি দক্ষিণ এশিয়ায় প্রথম সড়ক টানেল। তবে নদীর তলদেশে বিশ্বের প্রথম টানেল হলো—টেমস টানেল। যুক্তরাজ্যের টেমস নদীর তলদেশে ১৮৪৩ সালে চালু হয়। বর্তমানে বিশ্বে প্রায় ২০০টির মতো ডুবো টানেল রয়েছে। এখানে বিশ্বের দীর্ঘতম পাঁচটি টানেলের তথ্য রইল।
সেইকান টানেল
১ / ৫
চ্যানেল টানেল
২ / ৫
টোকিও বে অ্যাকুয়া-লাইন
৩ / ৫
বমলাফিয়র্ড টানেল
৪ / ৫
আইকসান্ড টানেল
৫ / ৫
সূত্র: স্কাইনিউজ ও উইকিপিডিয়া