সারাহর আঁকা ছবিগুলো

১৮ জানুয়ারি দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি দান করে গেছেন সারাহ ইসলাম, ঐশ্বর্য নামেই নিকটজনেরা তাকে চিনত বেশি। ২০ বছর বয়সী এই তরুণী যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সারাহর অনেক গুন। ছবি আঁকতে ভালোবাসতেন, তাই ভর্তি হয়েছিল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগে। সারাহর আঁকার খাতা থেকে কিছু ছবি থাকল এখানে। ফেসবুকে ‘প্যাঁচার দাগাদাগি’ শিরোনামের একটি অ্যালবামে ছবিগুলো তুলে রেখেছিলেন তিনি।

১ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
আরও পড়ুন
২ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৩ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৪ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৫ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৬ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৭ / ৮
আঁকা: সারাহ ইসলাম ঐশ্বর্য
৮ / ৮
অঙ্গ দান করে দেশে উদাহরণ সৃষ্টি করেছেন সারাহ ইসলাম
ছবি: সংগৃহীত