৫০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে পূর্ণ বৃত্তি পাওয়ার প্রশিক্ষণ

শিক্ষার্থীদের বৃত্তি পেতে সহায়তা করে ক্রসরোড ইনিশিয়েটিভ
ছবি: সংগৃহীত

‘কীভাবে পূর্ণ বৃত্তিসহ বিদেশে উচ্চশিক্ষা নেওয়া যায়’—এ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে ক্রসরোড ইনিশিয়েটিভ। বাংলাদেশের ৫০ জন শিক্ষার্থীকে ভিনদেশে পূর্ণ বৃত্তি পেতে সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠান। আগামী ২০ সেপ্টেম্বর তাদের এই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।
এর আগে গত ১৯ আগস্ট ধানমন্ডির ডব্লিউ ভি এ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ বৃত্তি নিয়ে পড়ালেখার উপায় সম্পর্কে আলোচনা হয়েছে এই প্রশিক্ষণে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইডিয়া প্রকল্পের সহায়তায় ২০১৯ সাল থেকে কাজ করছে ক্রসরোড ইনিশিয়েটিভ। উচ্চমাধ্যমিকপড়ুয়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃত্তি পেতে সহায়তা করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। ক্রসরোড ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাদিদ বিন হাসান। সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি ২০২১ সালে ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে

আরও পড়ুন
আরও পড়ুন