বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বই ‘স্টুডিও এক্স’

বইটির প্রচ্ছদ

টেকসই নগর-পরিকল্পনায় স্থাপত্যের গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে বই স্টুডিও এক্স। এটি মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের একটি প্রকল্পের গবেষণাপত্র। বইটিতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় নগরের স্থাপত্য-পরিকল্পনায় টেকসই ছক দেখানোর চেষ্টা করা হয়েছে। ছয়টি অধ্যায়ে সাজানো এই গবেষণাপত্র। অধ্যায়গুলো হলো বাণিজ্যিক স্থাপত্য, কমিউনিটির উন্নয়ন, শিল্প ভবন, শহরের অবস্থান প্রস্তুতকরণ, স্মৃতি সংরক্ষণ এবং জনবহুল স্থাপনা নিয়ে পুনরায় ভাবা। এই প্রকল্প ও গবেষণাপত্রটির কাজে সম্পৃক্ত ছিল বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ছয়টি প্যানেল।

আরও পড়ুন

স্টুডিও এক্স সম্পাদনা করেছেন তারিফ আরাফ ও নাসিফ চৌধুরী। প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন তারিফ আরাফ। ট্রান্সটেক লাইটিং ও বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের সহযোগিতায় বইটি প্রকাশ করেছে অয়োময়-১৫। দাম এক হাজার টাকা।

গুরুত্বপূর্ণ গবেষণালব্ধ প্রকাশনাটিতে শুভেচ্ছাবাণী দিয়েছেন প্রকল্পটির সমন্বয়ক ও বুয়েটের স্থাপত্যবিদ্যার অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমেদ ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। গবেষণাপত্রটি শিক্ষার্থীদের ভবিষ্যতের চলার পথে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।