রান্নাবান্নাতেও বাঙালি এখন ভীষণ আন্তর্জাতিক। তবে সাহেবদের মতো হয় কি! বাসার দাওয়াতে অতিথিকে যদি সাহেবি সমাদর করতে চান, তাহলে শেষ পাতে রাখুন এমন কিছু খাবার, যা খেয়ে আরেকবার নিজ থেকে চেয়ে নেবেন অতিথি। রেসিপি দিয়েছেন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ মোহাম্মদ আবু তালেব
উপকরণ: সাদা চকলেট ও সোনালি পেপার প্রয়োজনমতো। ক্রিম চিজ ২০০ গ্রাম, হুইপ ক্রিম ২০০ গ্রাম, চিনি ৪০ গ্রাম, ডিমের কুসুম ২টি, জেলাটিন ৬ গ্রাম, আমের জুস ৮০ গ্রাম এবং কমলা রং প্রয়োজনমতো।
প্রণালি: প্রথমে সাদা চকলেট গলিয়ে সেটা দিয়ে ডিমের খোসা তৈরি করুন। এবার ভেতরের মিশ্রণটি তৈরি করুন। ডিমের কুসুম ও চিনি একটি বোলে নিয়ে ডবল বয়লারে ফেটে সাদা ক্রিমের মতো বানান। এরপর তার সঙ্গে জেলাটিন দিন। আস্তে আস্তে ক্রিম চিজ ও হুইপ ক্রিম মিশিয়ে চিজ কেকের মিশ্রণ তৈরি করুন। এবার এটাকে চকলেট দিয়ে বানানো ডিমের খোলসের ভেতরে ঢেলে দিন। মিশ্রণটির সঙ্গে আমের জুস ও রং মিশিয়ে কুসুম তৈরি করে মাঝখানে বসিয়ে দিন। পরে চকলেট দিয়ে তৈরি ডিমের খোসা দুটি জোড়া লাগিয়ে ডিম তৈরি করে নিন। ওপরে সোনালি পেপার মুড়িয়ে দিন।