default-image
বিজ্ঞাপন

উপকরণ

সাগর কলা ৩টি, আপেল ৩টি, আঙুর সবুজ বা কালো একগোছা, নাশপাতি ২টি, ডালিম আধটুকরা, মেয়োনেজ বা সালাদ ড্রেসিং পরিমাণমতো, মধু ২-৩ চা–চামচ, কালিজিরা ১ চা–চামচ, কমলালেবুর রস ১ চা–চমাচ, ওয়ালনাট কয়েক টুকরা এবং ধনেপাতাকুচি আন্দাজমতো।

default-image

প্রণালি

পাকা কলা টুকরা করে নিন। আপেল ও নাশপাতি কিউব করে কেটে নিন। এবার সব ফল ও বাকি উপকরণ ঝটপট মিশিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার সালাদ। পরিবেশনের আগে ফ্রিজে কিছু সময় রেখে দিলে খেতে আরও ভালো লাগবে।

রসনা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন