‘হে নুন–লঙ্কায় মাখানো কাঁচা আম, এই মহাবিশ্বে তুমিই সেরা’
শিরোনাম পড়ে জিবে জল চলে আসা স্বাভাবিক। এটাই দীপিকার খুবই প্রিয় একটা খাবার। বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের আমপ্রীতির কথা কে না জানে! পাকা আমের চেয়ে কাঁচা আমই বেশি পছন্দ দীপিকার। লবণ আর শুকনা মরিচ দিয়ে মাখিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালোবাসেন দীপিকা।
২০২০ সালে আমের মৌসুমে দীপিকা ইনস্টাগ্রামে শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখানো টাটকা কাঁচাআমের ছবি পোস্ট করেছিলেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘হে নুন–লঙ্কায় মাখানো কাঁচা আম, এই মহাবিশ্বে তুমিই সেরা। এক জীবনে আমার জিবের সঙ্গে যা কিছুর সাক্ষাৎ হয়েছে, সেগুলোর মধ্যে তুমিই সেরা। আর বাকি সবকিছুই তোমার (কাঁচা আমের) কাছে হার মেনে তোমাকে কুর্নিশ করতে বাধ্য।’ দীপিকার এই পোস্ট তুমুল পছন্দ করেছিলেন ভক্তরা। এই পোস্টের নিচে অল্প সময়ে জড়ো হয়েছিল ২৭ লাখ ‘লাভ রি–অ্যাক্ট’।
এবার আমের মৌসুম শুরু হতেই দীপিকা অন্যভাবে প্রকাশ করেছেন তাঁর কাঁচা আমপ্রীতি। কাঁচা আমের গায়ে যত রঙের সবুজ আছে, দীপিকার পরনেও দেখা গেছে সে সব রঙের পোশাক। পিত সবুজ রঙের হাই ওয়েস্ট প্যান্ট, ফ্যাকাসে সবুজ রঙা পিঠখোলা টপস আর লেমন সবুজ রঙের স্পোর্টস শু। কাঁচা আমের সাজের এই ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘আমি কি অ্যালফানসো আম থেকে পালাচ্ছি? নাকি আমি নিজেই একটা কাঁচা আম?’
এখানেই শেষ নয় দীপিকার আমপ্রীতি। এই ছবির মন্তব্যের নিচে আবার দীপিকা নিজেই মন্তব্য করে জানিয়েছেন, ‘অতিরিক্ত আম খাওয়া বলে কিছু নেই।’ দীপিকা বলেন, ‘আচ্ছা, আপনি কি বলতে পারেন, কতগুলো আম খেলে বলা হয় যে “অতিরিক্ত” আম খাওয়া হয়েছে?’ আসলে দীপিকা বলতে চেয়েছেন, আম এমন একটা ফল, যা হিসাব না করেই খাওয়া যেতে পারে।
দীপিকার এই পোস্ট পছন্দ করে সহমত জানিয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ইনস্টাগ্রামবাসী। আর মন্তব্য জমা হয়েছে প্রায় ১০ হাজার।