ঈদের চেনা দুধ সেমাইয়ের রেসিপি

ঈদে মিষ্টিমুখের আয়োজনেও আজকাল নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে। অচেনা সেসব পদের ভিড়ে একটা চেনা স্বাদ দিয়ে অতিথিকে নস্টালজিয়ায় আক্রান্ত করতে পারেন। ঐতিহ্যবাহী দুধ সেমাইয়ের রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

উপকরণ

দুধ ১ লিটার, চিনি ১ কাপ, সেমাই ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, বাদামকুচি ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, এলাচি ২-৩টি ও দারুচিনি ২ টুকরা।

ছবি: সাবিনা ইয়াসমিন

প্রণালি

সেমাই ঘি দিয়ে ভেজে নিন। একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে চিনি ও সেমাই দিন। এলাচি ও দারুচিনি দিন। সেমাইয়ে দুধ মিশে গেলে বাদামকুচি ও কিশমিশ দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।