এভাবেও মিলবে কমলার পুষ্টি

বাসায় শিশুরা অনেক সময় ফল খেতে চায় না। কমলা দিয়ে তাদের জন্য বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর খাবার। রেসিপি দিয়েছিন জেবুন্নেসা বেগম।

কমলার প্যানকেক

ডিমের সঙ্গে কমলার খোসা, রসসহ সব উপকরণ মিশিয়ে নিতে হবে
ছবি : সুমন ইউসুফ

উপকরণ : ময়দা ১ কাপ, ডিম ১টি, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ, বেকিং পাউডার ১ চা-চামচ, কমলার খোসাকুচি ১ চা-চামচ, কমলার রস ২ টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, মাখন বা তেল ১ টেবিল চামচ।

 প্রণালি : ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন। এবার ডিমের সঙ্গে কমলার খোসা, রসসহ সব উপকরণ মিশিয়ে নিন। চুলায় প্যান গরম করে একটি বড় গোল চামচ দিয়ে ১ চামচ মিশ্রণ ঢেলে দিন। ১ মিনিটের জন্য মাঝারি আঁচে ঢেকে রাখুন। এবার প্যানকেক উল্টে দিন। হয়ে গেলে একইভাবে সব কটি প্যানকেক তৈরি করে নিন।