ব্রাজিলের খাবার চেখে দেখতে চাইলে ঢাকার যেখানে যাবেন
ব্রাজিল মানেই ফুটবল। একই সঙ্গে ব্রাজিল উৎসব, সাম্বা নাচ ও কফির দেশ। এসবের পাশাপাশি ব্রাজিল খাবারের কারণেও বিখ্যাত। রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ১০ দিনব্যাপী ‘ব্রাজিলিয়ান ফুড ফেস্টিভ্যাল’। উৎসবের খবর জানাচ্ছেন তারিকুর রহমান খান