২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যেখানে মিলবে ইতালির মুখরোচক খাবার

ইতালিয়ান ব্রাঞ্চ

লা মেরিডিয়ান

লা মেরিডিয়ান হোটেল: লা মেরিডিয়ান হোটেলের ইতালিয়ান ব্রাঞ্চ ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ব্রাঞ্চে আছে ইতালির বিশেষ শহর মিলান, ভেনিস, সিসিলি এবং রোমের মুখরোচক খাবারের সমারোহ। এ ছাড়া এই ব্রাঞ্চে আরও থাকছে বিনা মূল্যে সুইমিংপুল ব্যবহারের সুবিধা। জনপ্রতি ইতালিয়ান ব্রাঞ্চটির মূল্য ৬ হাজার ৬০০ টাকা। বিভিন্ন ব্যাংকের নির্দিষ্ট কিছু কার্ডে থাকছে একটি কিনলে দুটির সুবিধা।

নতুন শাখা

লা’রিভ

লা’রিভ : গত ৩০ মে উত্তরায় চালু হলো ফ্যাশন ব্র্যান্ড লা রিভের নতুন শাখা। উত্তরা সেক্টর ৩-এ, ৭ নং রোডে ফ্ল্যাগশিপ শাখাটির অবস্থান। উদ্বোধন অনুষ্ঠানে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, নতুন শাখাটি যাত্রা শুরু করেছে সম্পূর্ণ নতুন ঈদ সংগ্রহ নিয়ে। ঈদের এই সংগ্রহের নাম ইমারসিভ, যেখানে সব বয়সের সবার জন্য পোশাক থাকছে। উত্তরায় গ্র্যান্ড ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন উপলক্ষে প্রথম ১০০ জন ক্রেতার জন্য ছিল ৩০ শতাংশ ছাড়। ঘরে বসে অনলাইনে অর্ডার করার সুবিধাও পাবেন।

বিয়িং হিউম্যান ক্লথিং

বিয়িং হিউম্যান ক্লথিং: ঢাকার ওয়ারীতে নতুন আউটলেট খুলেছে পোশাক ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লথিং। এটি বাংলাদেশে বিয়িং হিউম্যান ক্লথিংয়ের চতুর্থ আউটলেট। ওয়ারী আউটলেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির এবং ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই।

নতুন পোশাক

দেশীদশ

দেশীদশ: একই ছাদের নিচে ১০টি ব্র্যান্ডের পোশাক নিয়ে প্রস্তুত দেশীদশ। ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির পোশাকের নতুন সংগ্রহ পাবেন ঢাকার বসুন্ধরা সিটির লেভেল ৪, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের আফমি প্লাজার লেভেল ৫-এ অবস্থিত দেশীদশ শাখায়। শাড়ি, পাঞ্জাবি, সেলাইহীন পোশাকের সেট, শার্ট, টি-শার্ট, টপ, কামিজ, পায়জামা ইত্যাদি পোশাকের সঙ্গে অনুষঙ্গ হিসেবে পাবেন বিভিন্ন ধরনের অলংকার। সরাসরি দোকানে গিয়ে কেনার পাশাপাশি দেশীদশের ফেসবুক পেজ facebook.com/deshidosh2009 থেকেও কিনতে পারবেন পোশাক।