৫২ বছর বয়স হলেই পাঁচ তারকা হোটেলে বুফে মিলবে অর্ধেক দামে

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে চলছে ছাড়। বাদ যায়নি পাঁচ তারকা হোটেলও। ছাড়ের আছে নানা ধরন। কেউ দিচ্ছেন ১৬ শতাংশ তো কেউ অর্ধেক দামে। আছে একটি কিনলে চারটি ফ্রি খাবারের সুবিধাও। বিজয় দিবসে ঢাকার কয়েকটি তারকা হোটেলের দেওয়া ছাড়ের খবর জানুন এখানে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা

প্যান প্যাসিফিক সোনারগাঁও খাবারে দিচ্ছে ১৬ শতাংশ ছাড়
ছবি : সংগৃহীত

কারওয়ান বাজারের পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও খাবারে দিচ্ছে ১৬ শতাংশ ছাড়। বিজয় দিবস উপলক্ষে হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই ছাড় মিলবে আ লা কার্ট মেনুতে।

দ্য ওয়েস্টিন ঢাকা

নির্ধারিত ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার
ছবি : সংগৃহীত


গুলশানের হোটেল দ্য ওয়েস্টিনেও আছে বিজয় দিবসের আয়োজন। ১৬ ডিসেম্বর উপলক্ষে হোটেলে বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন করা হয়েছে। যা নির্ধারিত ব্যাংকের কার্ডধারীরা খেতে পারবেন একটি কিনলে একটি ফ্রিতে।

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা

৫০ শতাংশ ছাড়ে বুফে ডিনারের আয়োজন থাকছে এই হোটেলে
ছবি : সংগৃহীত

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন দিচ্ছে দুই ধরনের ছাড়। বিজয়ের ৫২ বছর উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে বুফে ডিনারের আয়োজন থাকছে এই হোটেলে। তবে সেটা মিলবে ৫২ বছর বয়সীদের জন্য। এ ছাড়া ১৬ শতাংশ ছাড়ে নানা রকম মিষ্টি ও বেকারি খাবারের স্বাদ নেওয়া যাবে হোটেলের চিটচ্যাট ক্যাফেতে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ডে এখানে বুফে ডিনারে একটি কিনলে একটি ফ্রির সুবিধা মিলবে।

লা মেরিডিয়ান ঢাকা

একটি বুফে ডিনারের দামে তিনজন খেতে পারবেন
ছবি : সংগৃহীত

১৬ ডিসেম্বর পর্যন্ত লা মেরিডিয়ান হোটেলে মিলবে বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নানা খাবার। যা ইবিএল কার্ডের গ্রাহকেরা (নির্দিষ্ট কার্ডধারী) কিনতে পারবেন একটির দামে তিনটি। অর্থাৎ একটি বুফে ডিনারের জন্য টাকা দিয়ে তিনজন খেতে পারবেন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

এখানে খাবারে মিলবে ২৫ শতাংশ ছাড়
ছবি : সংগৃহীত

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর বিশেষ বুফের আয়োজন করেছে তারা। এ ছাড়া ১৬ ডিসেম্বর হোটেলের যেকোনো রেস্তোরাঁয় খেলে মিলবে ২৫ শতাংশ ছাড়।