কেকেও বিশ্বকাপ

একসঙ্গে খেলা দেখাকে উপলক্ষ করে অনেক বাসাতেই আসছেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। এই উপলক্ষে বানাতে পারেন ওয়ার্ল্ড কাপ স্যান্ডউইচ কেক। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

ওয়ার্ল্ড কাপ স্যান্ডউইচ কেক

কেকে বিশ্বকাপের আমেজ
ছবি : কবির হোসেন

উপকরণ: পাউরুটি ১৬ টুকরা, ক্রিম ২ কাপ, মেয়নেজ ১ কাপ, সেদ্ধ ডিম ৪টা, গাজরকুচি ১ কাপ, শসা, ধনেপাতা ও গাজর সাজানোর জন্য।

প্রণালি: সেদ্ধ ডিমকুচি, গাজরকুচি, সামান্য ক্রিম ও মেয়নেজ একসঙ্গে মেশান। পাউরুটির চারপাশ কেটে নিন। ৪ টুকরা পাউরুটি একসঙ্গে করুন। এর ওপর মেয়নেজ ক্রিম মেশানো ডিমের মিশ্রণ দিয়ে দিন। আবার ৪টি পাউরুটি এর ওপর বসিয়ে নিন। একইভাবে ডিমের মিশ্রণ দিয়ে আবার পাউরুটির স্তর তৈরি করবেন। ক্রিম ও মেয়নেজের মিশ্রণ স্যান্ডউইচ কেকের চারপাশে এমনভাবে দিন, যাতে পাউরুটির চারপাশ ঢেকে যায়। এবার পছন্দমতো সাজিয়ে নিন। শসা, গাজর দিয়ে ওয়ার্ল্ড কাপ ২০২২ লিখে কেক তৈরি করে নিন।