৩ উপকরণে মাত্র ১ মিনিটে চকো স্মুদি বানানোর রেসিপি
এখন গরমের সময়। তাই বাড়ির লোকজনের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নে, কম সময়ে বানিয়ে ফেলুন এই স্মুদি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
চকো স্মুদি
উপকরণ: আইসক্রিম ৪ স্কুপ, চকলেট সিরাপ আধা কাপ ও তরল দুধ ১ কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।