নার্গিস কোফকা
উপকরণ: মুরগির মাংসের কিমা আধা কেজি, ডিম সেদ্ধ ৪টি, বেসন ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ৩/৪টি, পেঁয়াজকুচি ২টি, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, ধনেপাতা অল্প পরিমাণ।
প্রণালি: সেদ্ধ ডিম ছাড়া সব কটি উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। হাতের তালুতে তেল মেখে নিন। ডিমের চারদিক কিমা দিয়ে মুড়িয়ে দিতে হবে। এরপর ডুবো তেলে সময় নিয়ে ভালো করে ভেজে নিন। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন। কাসুন্দির সঙ্গে খেতে পারেন।