প্রথমবারের মতো কেক বানিয়ে কী নাম দিলেন সাদিয়া আয়মান?
এর আগে সাদিয়া আয়মান রান্না যে করেননি, তা নয়। তবে এবারই প্রথম বেক করলেন, বানালেন একটা কেক। কেকের একটা নামও দিয়েছেন এই অভিনেত্রী। পয়লাবারেই বেকিংয়ে নিজের প্রতিভায় মুগ্ধ হয়ে স্বপ্ন দেখছেন, একটা ক্যাফে আর রেস্তোরাঁই খুলে বসবেন। গতকাল ২০ জুলাই ফেসবুকে বেকিংয়ের ৭টি ছবি শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭