রসুন ভর্তা বানাবেন যেভাবে

এই আবহাওয়ায় ভাত-ভর্তাতেই স্বস্তি। হাতের কাছে যা কিছু আছে, সেটা দিয়েই বানিয়ে ফেলা যায় নানা পদের ভর্তা। রসুন ভর্তার রেসিপি দিয়েছেন তানজিমা ইসলাম

রসুনভর্তা

রসুনভর্তা
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

বড় রসুন ১০টি, শুকনা মরিচ ৪-৫টি, শর্ষের তেল আড়াই টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

কোয়া থেকে ছাড়িয়ে রসুনগুলো খোসাসহ অল্প আঁচে ভেজে নরম করে নিতে হবে। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে রাখুন। শুকনা মরিচগুলো হালকা তেলে টেলে নিতে হবে। রসুন ও টেলে রাখা মরিচ স্বাদমতো লবণ দিয়ে পাটায় বেটে নিন। এরপর শর্ষের তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে রসুনভর্তা।