গ্রিন পপস্টিকের রেসিপি

বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম আছে। এ সময় বাড়িতেই বানাতে পারেন ঠান্ডা কিছু। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

গ্রিন পপস্টিক
ছবি: সৌরভ দাস

উপকরণ

গ্রিন টি ব্যাগ ১টি অথবা গ্রিন টি পাতা ১ চা-চামচ, পেস্তাবাদাম ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, নারকেল দুধ ১ কাপ, পানি আধা কাপ।

প্রণালি

পেস্তাবাদামের আবরণ ফেলে পেস্ট করে নিন। নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে নিন। পানিতে গ্রিন টি ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করুন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আইসক্রিম ডাইসে ঢেলে ফ্রিজে জমিয়ে নিন।

আরও পড়ুন