মুখে-হাতে না মাখিয়ে বার্গার খেতে চান? এই ৩টি নিয়ম মানুন

ঠিকঠাকভাবে বার্গার খাওয়াটা কি আসলেই খুব কঠিনমডেল: সুপ্রভা মোরশেদ, ছবি: অগ্নিলা আহমেদ

বার্গার এমনই এক খাবার, যা একটু আরাম করে খেতে গেলে হাত-মুখে সব মাখিয়ে যায়। আর এ কারণে খুব প্রিয় খাবার হওয়া সত্ত্বেও অনেকেই রেস্তোরাঁয় বসে বার্গার খেতে চান না। ঠিকঠাক বার্গার খাওয়াটা কি আসলেই খুব কঠিন? আসুন জেনে নেওয়া যাক রেস্তোরাঁয় বসে কোনো রকম ঝামেলা ছাড়াই বার্গার খাওয়ার উপায়।

ফয়েল কাগজে মুড়িয়ে বার্গার খেতে পারেন
ছবি: অগ্নিলা আহমেদ

১. ফয়েল কাগজে মুড়িয়ে নিন

বার্গার খেতে গেলেই বার্গারের ভেতরের সস গড়িয়ে পড়ে কিংবা হাতে মেখে যায়। এর সহজ সমাধান হচ্ছে, অর্ডার করার সময় বার্গারটি ফয়েল কাগজে মুড়িয়ে দিতে বলুন। বেশির ভাগ রেস্তোরাঁ অবশ্য নিজে থেকেই ফয়েলে মুড়িয়ে দেয়। খাওয়ার সময় বার্গারটি সম্পূর্ণ ফয়েল কাগজ থেকে বের না করে সুবিধামতো ফয়েলে পেঁচিয়েই খান। এতে সস গড়িয়ে পড়ার কিংবা হাতে মাখামাখি হওয়ার কোনো সুযোগই থাকবে না।

অর্ধেক করেও খেতে পারেন বার্গার
ছবি: অগ্নিলা আহমেদ

২. অর্ধেক করে নিন

পুরো বার্গার হাতে নিয়ে খেতে সমস্যা মনে হলে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিন। ধরতে সুবিধা হবে, খাওয়াও সহজ হবে।

৩. উল্টে ফেলুন

তৈরির সময় বার্গারের সস সাধারণত নিচের দিকে বেশি দেওয়া হয়। ফলে, খাওয়ার সময় তা গড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এমনটি না চাইলে খাওয়ার সময় বার্গারটি উল্টে ফেলুন। এতে বার্গারের ভেতরের সস দুই দিকেই সমান থাকবে, গড়িয়ে পড়বে না এবং খেতেও দারুণ লাগবে।

বার্গারটি উল্টে খেলে সস গড়িয়ে নাও পরতে পারে
ছবি: অগ্নিলা আহমেদ

এ ছাড়া...

রেস্তোরাঁয় যারা ছুরি-চামচ ছাড়া খেতে চান না, বার্গার খেতে গিয়েও দেখা যায়, তাঁরা ছুরি আর কাঁটাচামচ খোঁজেন। তবে এমনটি না করে বার্গার হাতে করে খাওয়াই শ্রেয়। বার্গার খেতে গেলে সস হাত, না হয় মুখে লাগলই। তাই হাতের কাছে বেশি করে টিস্যু রাখুন এবং সুবিধামতো হাত ও মুখ মুছে নিন।

সূত্র: মিনি টকস, উইকি হাও