কী আছে ওয়েস্টিন আর শেরাটনের রমজানের বুফেতে? দামই বা কত?

রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন ও শেরাটনে এবারও রমজানে থাকছে বিশেষ আয়োজন। এই দুই হোটেলেই ইফতার আর রাতের খাবারের জন্য থাকছে মাসব্যাপী বিশেষ বুফের ব্যবস্থা।

রয়েছে বেশ কয়েক পদের খেজুর ও ডেট ডিলাইট
ছবি: সাবিনা ইয়াসমিন
ডেট ডিলাইট
ছবি: সাবিনা ইয়াসমিন

বুফেতে থাকছে স্থানীয়, ভূমধ্যসাগরীয়, আরবি ও উপমহাদেশীয় খাবার। অন্যান্য খাবারের সঙ্গে থাকছে আদানা কাবাব, ল্যাম্ব কাবাব, মাটন কাচ্চি, ল্যাম্ব শেনক, ভাজা চিংড়ি, পুরো ভাজা স্যামন, ভাজা ইলিশ, মাটন শিক কাবাব, তুর্কি তুলুম্বা, চিকেন কোফতা কাবাব, বিফ ওয়েলিংটন, ল্যাম্ব ওউজি, সিফুড পায়েলা, ডামপ্লিং, সুশিসহ নানা কিছু। রয়েছে অর্ধশত পদের ডেজার্ট। শাহি হালিম, জিলাপি তো আছেই!

দুই হোটেলেই থাকছে অর্ধশত পদের ডেজার্ট
ছবি: সাবিনা ইয়াসমিন
তৈরি হচ্ছে গরম গরম ডামপ্লিং
ছবি: সাবিনা ইয়াসমিন

ডায়াবেটিকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার স্টেফেন মাসি জানান, বেশ কিছু খাবার তৈরি হয়েছে তেল ছাড়া। আর অন্যান্য খাবারও ন্যূনতম তেল–মসলা দিয়ে তৈরি। তাই উদোরেও চাপ পড়বে না বলে জানান তিনি। এই দুই হোটেলের চিকিৎসকের পরামর্শক্রমেই সাজানো হয়েছে খাবারের মেন্যু।

প্রাইম বিফ রিব পাওয়া যাবে ওয়েস্টিন ও শেরাটনে
ছবি: সাবিনা ইয়াসমিন
এসব খাবার রান্না হয়েছে স্বল্প তেলে
ছবি: সাবিনা ইয়াসমিন

শিশুদেরও সঙ্গে নিয়ে যেতে পারেন। তাদের জন্য রয়েছে খেলার আলাদা কর্নার। দ্য ওয়েস্টিন ঢাকায় এই বুফে পাওয়া যাবে ৯ হাজার ৯৯০ টাকায়। শেরাটনে এই বুফের দাম ১০ হাজার ৯০০ টাকা। তবে নির্দিষ্ট ২০টি ব্যাংকের কার্ড ব্যবহার করে পাওয়া যাবে বাই ওয়ান গেট ওয়ান অফার। অন্যদিকে ডিবিবিএলের কার্ড ব্যবহার করে পাওয়া যাবে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার।

ছিল চিংড়ির নানা পদ, এমনকি সাজানোও হয়েছে চিংড়ি দিয়ে
ছবি: সাবিনা ইয়াসমিন
বাদ যাবে না সুশিও
ছবি: সাবিনা ইয়াসমিন

এ ছাড়া ওয়েস্টিন ঢাকার রেগুলার ইফতারি বক্স তো আছেই। সেগুলো পাওয়া যাবে ৯ হাজার ৯৯০ (প্লাটিনাম), ৮ হাজার ৫৫০ (গোল্ডবিডি) ও ৭ হাজার ৫৫০ (সিলভারবিডিটি) টাকায়। অন্যদিকে শেরাটন ঢাকার ইফতারি বক্সগুলো ১০ হাজার ৯৯০, ৮ হাজার ৯৯০ ও ৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।