সন্ধ্যা হলেই ঢাকার যে রাস্তায় জমে স্ট্রিট ফুডের মেলা

ঢাকার ভোজনরসিকদের কাছে পরীবাগের ছোটখাটো একটি স্ট্রিট ফুড জোন ইদানীং হয়ে উঠেছে প্রিয় এক জায়গা। সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় বাড়তে থাকে। পিৎজা, ফুচকা, কাবাব, মোমো, দোসা, বার্গার, পিঠা—কী না পাওয়া যায়।

এখানকার ভাইরাল আইটেম লাইভ পিৎজা। ক্রেতারা অর্ডার করার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ৯ ইঞ্চি ও ১০ ইঞ্চি পিৎজা বানিয়ে দেওয়া হয়।
ছবি : অগ্নিলা আহমেদ
দোকানের নাম ‘সুপার স্টোর ফাস্ট ফুড এবং পিঠা’। তাদের ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে আছে হাঁসের মাংসের ঝাল ফ্রাই, মুরগির মাংস, কোয়েল পাখি, খাসি, ভুঁড়ি ফ্রাই, ঝাল চাপরি। মূল্য ১০০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকবে চালের রুটি। পিঠার মধ্যে ঝাল ও মিষ্টি দুই পদই আছে।
ছবি : অগ্নিলা আহমেদ
এখানের চটপটি ও ফুচকার দাম মাত্র ৪০ টাকা।
ছবি : অগ্নিলা আহমেদ
সন্ধ্যার পর থেকেই পরীবাগের এ রাস্তা স্ট্রিট ফুড লাভারদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।
ছবি : অগ্নিলা আহমেদ
আল-মদিনায় পাবেন পুদিনা, লেবু, পেঁপে, মাল্টা, আনারস, তরমুজ ও আমের শরবত।
ছবি : অগ্নিলা আহমেদ
পকেটে ৯০ টাকা থাকলে এখানে খেতে পারবেন মজাদার দোসা।
ছবি : অগ্নিলা আহমেদ
ভিন্ন স্বাদের মোমো।
ছবি : অগ্নিলা আহমেদ
‘পিৎজা টিজ্জা’ নামের দোকানে ১৮০ থেকে ৫৫০ টাকার মধ্যে পিৎজা এবং ৮০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে বার্গার পাওয়া যায়। মাত্র ৫ মাসের পুরোনো এই দোকান পরীবাগে ব্যাপক জনপ্রিয়।
ছবি : অগ্নিলা আহমেদ
দোকানের নাম ‘সুপার স্টোর ফাস্ট ফুড এবং পিঠা’। তাদের ফাস্ট ফুড আইটেমগুলোর মধ্যে আছে হাঁসের মাংসের ঝাল ফ্রাই, মুরগির মাংস, কোয়েল পাখি, খাসি, ভুঁড়ি ফ্রাই, ঝাল চাপরি। মূল্য ১০০ থেকে ২০০ টাকা। সঙ্গে থাকবে চালের রুটি। পিঠার মধ্যে ঝাল ও মিষ্টি দুই পদই আছে।
ছবি : অগ্নিলা আহমেদ
এখানে পানি পুরির মূল্য যদিও একটু বেশি, তবে মাটির হাঁড়িতে রাখা ৬ ধরনের টক সেই দাম উশুল করে দেয়।
ছবি : অগ্নিলা আহমেদ
আরও পড়ুন