ভিন্ন স্বাদের রেসিপি—ধোঁয়ায় ইলিশ

ইলিশ রান্না নিয়েও চলে এখন পরীক্ষণ। দেখে নিন তেমনি ভিন্ন স্বাদের ইলিশের একটি রান্না। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

ধোঁয়ায় ইলিশ

ধোঁয়ায় ইলিশ
ছবি : খালেদ সরকার

উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ মিহি করে কুচি দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, টক দই ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, কয়লা ১ টুকরো, ঘি আধা চা-চামচ ও কাঁচা মরিচ ফালি কয়েকটা।

প্রণালি : ইলিশ মাছে হলুদ, লবণ মেখে ভেজে নিন। ভাজা তেলে সব মসলা কষিয়ে টক দই দিয়ে নাড়ুন। ভাপানো মাছ ঢেলে দিন। মাছ সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে চুলার আঁচ কমিয়ে দিন। ১ টুকরা কাঠ চুলার আগুনে কয়েক মিনিট রেখে কয়লা বানিয়ে নিন। একটু ফয়েল পেপারে ওই জ্বলন্ত কয়লা রেখে ওপরে ঘি ঢালুন। ফয়েল পেপারে রাখা এই কয়লা মাছের মাঝখানে রেখে ঢেকে রাখুন কয়েক মিনিট। পরিবেশনের আগে কয়লা তুলে ফেলুন।