লা মেরিডিয়ানে টার্কিশ খাবারের নতুন রেস্তোরাঁ

টার্কিশ ঐতিহ্যের ছোঁয়া থাকছে পুরো রেস্তোরাঁ জুড়ে

যারা টার্কিশ খাবার খেতে ভালোবাসেন তাঁদের জন্য হোটেল লা মেরিডিয়ান চালু করলো টার্কিশ রেস্তোরাঁ অলেয়া। রেস্তোরাঁর অন্দরসজ্জাতেও টার্কিশ ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।

অলেয়ায় পাওয়া যাবে টার্কিশ খাবারের স্বাদ

অলেয়াতে প্রায় ৫০ রকমের টার্কিশ খাবার পাওয়া যাবে। থাকছে কাবাব থেকে শুরু করে নানা ধরনের মিষ্টান্ন।

দাম ৬৫০ টাকা থেকে শুরু। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই রেস্তোরাঁ।