লিচুর ক্রিমি মিল্কশেকের রেসিপি

রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

লিচুর ক্রিমি মিল্কশেকছবি: সুমন ইউসুফ

উপকরণ

লিচুর টুকরা ১ কাপ, লিচুর রস ২ কাপ, নারকেল দুধ ১ কাপ, ক্রিম আধা কাপ ও চিনি স্বাদমতো।

প্রণালি

সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে সার্ভিং গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

আরও পড়ুন